আজ বন্ধ থাকছে ইংরেজি উইকিপিডিয়া |
আগামিকাল উইকিপিডিয়ার ‘ব্ল্যাক আউট ডে’। এ দিন সকাল সাড়ে দশটা থেকে ২৪ ঘণ্টা কিছু দেখা যাবে না উইকিপিডিয়ার ইংরেজি ওয়েব পেজে। ইন্টারনেটে জালিয়াতি রুখতে ওবামা সরকার পিপা (প্রোটেক্ট আইপি অ্যাক্ট) এবং সোপা (স্টপ অনলাইন প্রাইভেসি অ্যাক্ট) নামে দু’টি বিল আনছে। এতে বাকস্বাধীনতায় সরকারের হস্তক্ষেপ বাড়বে বলে আশঙ্কা উইকিপিডিয়া, গুগল, ফেসবুক, টুইটার, ইয়াহু, ই-বে’র মতো আরও ৭০টি ইন্টারনেট সংস্থার। তবে সিনেমা ও গানের জগতের ব্যক্তিত্বরা এই বিলের পক্ষে। তাঁদের আশা, এই ধরনের আইন জালিয়াতি কমাবে এবং তাঁদের ব্যবসায় লাভ বাড়াবে।
|
উদ্ধার আরও ৫ দেহ, ভারতীয় নাবিক নিখোঁজই |
ইতালির উপকূলের কাছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া থেকে আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। নিখোঁজ ভারতীয় নাবিক রেবেল্লো রাসেল টরেন্সের অবশ্য এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। কোস্টা কনকর্ডিয়ার ধ্বংসস্তূপে উদ্ধারকাজের পথ তৈরি করতে তিনটি বিস্ফোরণ ঘটিয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা। তবে আর কাউকে জীবন্ত উদ্ধার করার আশা প্রায় ছেড়েই দিয়েছেন তাঁরা। রেবেল্লোর পরিবার অবশ্য আশা ছাড়তে রাজি নয়। নয়াদিল্লিতে ইতালীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছেন তাঁরা। কনকর্ডিয়ার ক্যাপ্টেন ফ্রান্সিসকো শেট্টিনোর বিরুদ্ধে আগেই হত্যা ও জাহাজ ছেড়ে পালানোর অভিযোগ দায়ের করেছিল পুলিশ। জাহাজটির মালিক কোস্টা ক্রুজেজও জানিয়েছে, অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন শেট্টিনো।
|
গুলিতে প্রাণ হারালেন ‘ভয়েস অফ আমেরিকার’ সাংবাদিক মুকারাম খান আতিফ। ঘটনাটি পেশোয়ারের কাছে শাবকদর শহরের। নমাজ চলাকালীন মসজিদে ঢুকে আতিফের মাথায় গুলি চালায় আততায়ী। আতিফের বন্ধুরা জানিয়েছেন, কিছু দিন ধরেই জঙ্গিরা আতিফকে হুমকি দিচ্ছিল। |