চাপ ক্রমশ বেড়েই চলেছে পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির উপরে। আদালত অবমাননার দায় কালই ঘাড়ে চেপেছে। আজ আবার প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির আইনজীবীর অনুমোদন সাময়িক ভাবে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সরকারকে নতুন আইনজীবী খুঁজে নিতে নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দেশের প্রধান দুর্নীতি-দমন সংস্থা ‘ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো’ (ন্যাব) গিলানির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা কথা ভাবছে। পাকিস্তানে ‘অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি’-র চেয়ারম্যান হিসেবে আদনান খোয়াজা নামে এক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন গিলানি। কিন্তু আদনান আগেই একটি মামলায় কোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন। এই বেআইনি নিয়োগের জন্য সাজা হলে গিলানিকে ১৪ বছর হাজতবাস করতে হতে পারে বলে জানিয়েছে ন্যাব। জারদারির আইনজীবী বাবর আওয়ান আগে পাকিস্তানের আইনমন্ত্রী ছিলেন। তিনি প্রথম থেকেই জারদারি-ঘনিষ্ঠ বলে পরিচিত। গত বছর মন্ত্রিত্ব ছেড়ে সরকারি আইনজীবী হিসেবে উচ্চ পর্যায়ের নানা মামলা লড়ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরির নেতৃত্বাধীন ১১ বিচারকের একটি বেঞ্চ আজ আওয়ানের অনুমোদন বাতিল করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আদালত অবমাননার জন্য তাঁকে একটি নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তাঁর কোনও জবাব দেননি। তা ছাড়া, বেঞ্চের মতে, শীর্ষ আদালতের প্রতি তাঁর আচরণও ঠিক নয়। এর আগেও নাকি এই আইনজীবী সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের সমালোচনা করেছেন এবং বিচারপতিদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে আদালতের বিরাগভাজন হয়েছেন।
এর মধ্যেই ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টে হাজিরার আগে প্রধানমন্ত্রী গিলানি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র প্রবীণ নেতা এতজাজ এহসানকে আজ নিজের আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন। গিলানি আগেই জানিয়েছেন, তিনি বিচারব্যবস্থাকে সম্মান করেন। তাই ১৯ তারিখ তিনি কোর্টে আসবেন। প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের জমানায় যে সব বিচারপতি বরখাস্ত হয়েছিলেন, তাঁদের কাজে ফেরাতে সক্রিয় আন্দোলনে নেমেছিলেন এই এহসান। তবে পিপিপি তাঁকে বরাবরই কোণঠাসা করে এসেছে। কারণ, জারদারির বিরুদ্ধে টাকা নয়ছয়ের মামলাগুলি শুরু করার জন্য সুইস প্রশাসনকে চিঠি লেখার ব্যাপারে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, তা পিপিপি নেতৃত্ব মানতে চাননি। তাঁদের বক্তব্য, ছিল প্রেসিডেন্টের ওই নির্দেশ অগ্রাহ্য করার রক্ষকবচ রয়েছে। কিন্তু এই বিষয়ে সায় ছিল না এহসানের। গত মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজরি ভুট্টোর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এহসানকে পিপিপি-র অন্দরে সামিল করার ইঙ্গিত দেন জারদারি।
আজ পাকিস্তানের একটি সংবাদপত্র আবার দাবি করেছে, সেনা-সরকারের বিরোধ মেটাতে জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল খালেদ শামিম ওয়ান এবং প্রেসিডেন্ট জারদারি বৈঠক করেছেন। সেনা-সরকারের সম্পর্কের কিছুটা উন্নতি হচ্ছে বলে ওই বৈঠকে ইঙ্গিত মিলেছে। |