প্রধান শিক্ষক প্রদীপ সাহা খুনের ঘটনায় জড়িত নয়। পুলিশ আসল খুনিকে চিহ্নিত করে মুক্তি দিক তাঁকে। মঙ্গলবার এমন দাবিতে পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। স্কুল শুরু হওয়ার পরেই বেশ কয়েক জন ছাত্রছাত্রী বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়। তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, প্রধান শিক্ষক প্রদীপ সাহা অপরাধী নন। তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাইরে এসেও কয়েক জন ছাত্রছাত্রী বিক্ষোভ দেখায়। পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ থামে। |
মিছিলে ছাত্রছাত্রীরা। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র। |
পূর্বস্থলীর তৃণমূল নেতা সজল ঘোষকে খুনের অভিযোগে সম্প্রতি ওই স্কুলের প্রধান শিক্ষক তথা সিপিএমের পূর্বস্থলী-২ নম্বর লোকাল সম্পাদক প্রদীপবাবুকে নবদ্বীপের বাড়ি থেকে ধরে পুলিশ। পাশাপাশি, এ দিন বিকেলে পূর্বস্থলী থানায় একটি স্মারকলিপি দেয় তৃণমূল। মিছিল করে তৃণমূল কর্মী-সমর্থকেরা থানায় জড়ো হন। সেখানে দলীয় নেতা খুনে মূল অভিযুক্ত লোকনাথ দেবনাথকে গ্রেফতার করা, এলাকার আইন-শৃঙ্খলা ভেঙে পড়া-সহ কয়েকটি দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। উল্লেখ্য, যে কলেজে ছাত্র সংঘর্ষ থেকে ঘটনার সূত্রপাত সেই পূর্বস্থলী কলেজে আজ, বুধবার ভোট হওয়ার কথা। |