টুকরো খবর |
দুর্ঘটনায় মৃত্যু ট্রাক চালকের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ট্রাক চালকের। পুলিশ জানায়, মৃতের নাম শ্রীমন্ত রায় (২৮)। বাড়ি মাধবডিহি থানার কাইতি গ্রামে। মঙ্গলবার সকালে হুমগড়-বর্ধমান রুটের একটি বাস তিনকোনিয়া যাচ্ছিল। পথে পোলেমপুরের কাছে আরামবাগগামী একটি ট্রাকের সঙ্গে সেটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীমন্তের। বাসের চালক, খালাসি ও এক যাত্রী আহত হন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
সেনার জায়গা দখল, উচ্ছেদের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
অন্ডালের দুবচুরুরিয়ায় নির্মীয়মাণ বিমাননগরী সংলগ্ন জবরদখল হয়ে থাকা সেনার জমি জায়গায় নিজেদের পাতকা লাগাল পানাগড়ের সেনাবাহিনী। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ পতাকা লাগিয়ে দখল নেয়। সুবেদার আকাশ কর্মকার জানান, দীর্ঘদিন ধরে জায়গাটি দখল হয়ে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই জায়গাটি পরিদর্শনে আসবেন। তার আগে তাঁরা জায়গাটি সমীক্ষা করে গেলেন। এলাকার বাসিন্দা আদরনাথ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা বারবার সেনা কর্তৃপক্ষকে আবেদন করছেন, আইনগত পথেই সেনাবাহিনী জায়গার দখল নিক। এ ব্যাপারে সেনাবাহিনীর তরফে অবশ্য কোনও মন্তব্য করা হয়নি। |
পুরসভায় বিক্ষোভ বামেদের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
নিজস্ব চিত্র। |
অনুন্নয়নের অভিযোগ তুলে মঙ্গলবার আসানসোল ও কুলটি পুরসভায় বিক্ষোভ দেখাল বামফ্রন্ট। এ দিন আসানসোল পুরসভায় বিরোধী দলনেতা তথা প্রাক্তন মেয়র সিপিএমের তাপস রায়ের নেতৃত্বে ২০ জন বাম কাউন্সিলর সকাল থেকে বিক্ষোভ-অবস্থান শুরু করেন। তাপসবাবুর অভিযোগ, “পুরসভা এলাকায় সে ভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে না। আলো, জল সরবরাহ এবং রাস্তা তৈরিতে পুরসভা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারছেন না।” কুলটি পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের প্রিয়ব্রত সরকারের নেতৃত্বে বাম কাউন্সিলর ও সদস্য-সমর্থকেরাও বিক্ষোভ দেখিয়েছেন। প্রিয়ব্রতবাবুর অভিযোগ, “১৩৩ কোটি টাকার জল প্রকল্প অনুমোদন হয়ে যাবার পরও পুর-কর্তৃপক্ষ সদিচ্ছার অভাবে তার রূপায়িত করছে না। একই সঙ্গে বিএসইউপি-র (বেসিক সার্ভিস ফর আরবান পুওর) অধীন বাড়িগুলিও নির্মাণ করা হচ্ছে না।” দুই পুর কর্তৃপক্ষই অবশ্য অনুন্নয়নের অভিযোগ মানতে চাননি। |
দুই পুরসভায় বিক্ষোভ বামেদের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অনুন্নয়নের অভিযোগ তুলে মঙ্গলবার আসানসোল ও কুলটি পুরসভায় বিক্ষোভ দেখাল বামফ্রন্ট। এ দিন আসানসোল পুরসভায় বিরোধী দলনেতা তথা প্রাক্তন মেয়র সিপিএমের তাপস রায়ের নেতৃত্বে ২০ জন বাম কাউন্সিলর সকাল থেকে বিক্ষোভ-অবস্থান শুরু করেন। তাপসবাবুর অভিযোগ, “পুরসভা এলাকায় সে ভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে না। আলো, জল সরবরাহ এবং রাস্তা তৈরিতে পুরসভা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারছেন না।” কুলটি পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের প্রিয়ব্রত সরকারের নেতৃত্বে বাম কাউন্সিলর ও সদস্য-সমর্থকেরাও বিক্ষোভ দেখিয়েছেন। প্রিয়ব্রতবাবুর অভিযোগ, “১৩৩ কোটি টাকার জল প্রকল্প অনুমোদন হয়ে যাবার পরও পুর-কর্তৃপক্ষ সদিচ্ছার অভাবে তার রূপায়িত করছে না। একই সঙ্গে বিএসইউপি-র (বেসিক সার্ভিস ফর আরবান পুউর) অধীন বাড়িগুলিও নির্মাণ করা হচ্ছে না।” দুই পুর কর্তৃপক্ষই অবশ্য অনুন্নয়নের অভিযোগ মানতে চাননি। |
গোষ্ঠীদ্বন্দ্ব, মার
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বিক্ষোভ দেখিয়ে ফিরে আসার সময় তৃণমূল কর্মীদের হাতেই তৃণমূল নেতৃত্ব প্রহৃত হন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ইকড়া শিল্পতালুক এলাকায়। দলের ইকড়ার অঞ্চল সভাপতি গুণধর বাউড়ি জানান, এদিন তাঁরা দুটি স্পঞ্জ আয়রন কারখানায় স্থানীয়দের নিয়োগ ও সিন্ডিকেট বাতিল করে টেন্ডারের মাধ্যমে ‘সাপ্লাই’ কাজ করার দাবিতে বিক্ষোভ দেখান। ফেরার পথে ‘লাল তৃণমূল’ এর সুজয় নন্দী, মানস নন্দী, সৌরভ পাল সহ দশ জন আক্রমণ করে। তাদের হাতে মার খেয়ে জখম হয়েছেন তৃণমূল কর্মী শীতল বন্দ্যোপাধ্যায় সহ তিনজন। শীতলবাবু জানান, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন, “সরকার পরিবর্তনের পর দলে যোগ দেওয়া সিন্ডিকেটে যুক্ত ওই ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।” তৃণমূলের ব্লক সভাপতি পূর্ণশশী রায় জানান, কোনও ভাবেই সিন্ডিকেট চলতে দেওয়া যাবে না। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
বাসকর্মীরা ক্ষুব্ধ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বেআইনি ভাবে ট্রেকার চলছে। তার জেরে বাস পরিবহণে আয় কমছে। দিন তিনেক আগেই ট্রেকার চালকেরা জামুড়িয়ায় বাস চালক ও কর্মীদের জোর করে গাড়ি দাঁড় করিয়ে দেয়। তার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এমন অভিযোগে মঙ্গলবার আসানসোল মহকুমা মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন ও আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন যৌথভাবে মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখায়। দাবিপত্র তুলে দেওয়া হয় মহকুমাশাসকের হাতে। শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুহওয়ালিয়া জানান, দীর্ঘদিন ধরে পারমিট বিহীন ট্রেকারের দৌরাত্ম বারাবনি থেকে জামুড়িয়া রুটে। দিন দিন তাদের দাপট বাড়ছে। এর জেরে চুরুলিয়ার বাস যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। মহকুমা শাসক সন্দীপ দত্ত জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। |
আইনজীবীদের বিক্ষোভ আদালতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আদালতে মঙ্গলবার বিক্ষোভ দেখিয়েছে আসানসোল বার অ্যাসোসিয়েশন। বিক্ষোভের জেরে এ দিন বিকেল পর্যন্ত আসামি নিয়ে থানা থেকে গাড়ি আদালতে যেতে পারেনি। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মন্ডল অভিযোগ করেন, আদালতের এক আইনজীবীর সঙ্গে অভব্য আচরণ করেছেন আসানসোল দক্ষিণ থানার ওসি। তাঁরা দাবি তোলেন, ওই ওসিকে বার অ্যাসোসিয়েশনে এসে বিষয়টি মিটিয়ে ফেলতে হবে। আসানসোল দক্ষিণ থানার ওসি অসোক বসু অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেন। |
বকেয়ার দাবি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
২০১১ সালের জানুয়ারি মাসে হাজিরা খাতা থেকে নাম কেটে গিয়েছিল। তার পরেও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই জুলাই পর্যন্ত কাজ করেছেন খনি কর্মী সুবেদার সিংহ। তার পরেও ওই ৬ মাসের বেতন তিনি পাননি। বকেয়ার দাবিতে মঙ্গলবার সকালে ঘন্টা খানেক সুবেদার সিংহ স্ত্রী ও মেয়েকে নিয়ে ভূগর্ভে নামার ডুলিতে বসে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে জেকে নগর প্রজেক্টে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। |
মকরের মেলা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
মকর সংক্রান্তি উপলক্ষে দামোদর নদের তীরে কুঠিডাঙা মেলা শেষ হল মঙ্গলবার। এ দিকে, রানিগঞ্জের বল্লভপুরে নরনারায়ণ সেবা সমিতি আয়োজিত মকর সংক্রান্তি উপলক্ষে এক দিনের মেলায় ব্যাপক ভিড় হয়েছিল। নারায়ণপুরি মথুরাচণ্ডী মেলায় পরপর দু’দিন কবিগানের আয়োজন হয়। শেষ দিন, মঙ্গলবার কীর্তন ও বাউল গান হয়। তিনটি মেলাই শতবর্ষ প্রাচীন বলে এলাকাবাসী জানান। |
কুঠিডাঙা মেলা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
মকর সংক্রান্তি উপলক্ষে দামোদর নদের তীরে কুঠিডাঙা মেলা শেষ হল মঙ্গলবার। এ দিকে, রানিগঞ্জের বল্লভপুরে নরনারায়ণ সেবা সমিতি আয়োজিত মকর সংক্রান্তি উপলক্ষে এক দিনের মেলায় ব্যাপক ভিড় হয়েছিল। নারায়ণপুরি মথুরাচণ্ডী মেলায় পরপর দু’দিন কবিগানের আয়োজন হয়। শেষ দিন, মঙ্গলবার কীর্তন ও বাউল গান হয়। তিনটি মেলাই শতবর্ষ প্রাচীন বলে এলাকাবাসী জানান। |
স্কুলে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
স্থানীয় পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে না এই অভিযোগে অভিভাবকেরা মঙ্গলবার বিক্ষোভ দেখান রানিগঞ্জের বাসন্তীদেবী বালিকা উচ্চ বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষিকা শ্রুতি দেবী জানান, আসন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। |
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা• আসানসোল |
সালানপুর থানার মুক্তাইচন্ডী মন্দিরের তালা ভেঙ্গে দক্ষিণা বাক্স চুরি করেছে দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ এসে বিষয়টি তদন্ত করার আশ্বাস দেয়। |
|