ঝাঁঝড়া কোলিয়ারির ১, ২ ইনক্লাইনের ভূগর্ভে কয়লা কাটার মেশিন চাপা পড়ে এক খনি কর্মীর মৃত্যু হয় মঙ্গলবার সকালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ছোটেলাল নুনিয়া (৪৫)। তাঁর বাড়ি বিহারে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং পোষ্যকে চাকরির দাবিতে খনি শ্রমিক সংগঠনগুলি মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। খনি কর্তৃপক্ষের আশ্বাসে ঘণ্টা ছয়েক পরে বিক্ষোভ ওঠে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
পুলিশ ও কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালের পালিতে অন্য কর্মীদের সঙ্গে ভূগর্ভে কাজ করতে নামেন ছোটেলাল। সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সমর্থকেরা জড়ো হন। তাঁরা মৃতের পরিবারকে ক্ষতিপূরণ এবং পোষ্যকে চাকরি দেওয়ার দাবি জানাতে থাকেন। কিন্তু কর্তৃপক্ষের তরফে কেউ না আসায় তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ এলে তাদের মৃতদেহ তুলে নিয়ে যেতে বাধা দেওয়া হয়। কর্তৃপক্ষ যত ক্ষণ না ইতিবাচক আশ্বাস দেন, তত ক্ষণ বিক্ষোভ চলবে বলে জানিয়ে দেয় সংগঠনগুলি। উৎপাদন বন্ধ হয়ে যায় খনিতে। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে আসেন খনির আধিকারিকেরা। আইএনটিটিইউসি অনুমোদিত উখড়া কোলিয়ারি মজদুর ইউনিয়নের পক্ষে উত্তম মুখোপাধ্যায়, পলাশ পাণ্ডেরা জানান, মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং পোষ্যকে চাকরির দাবি মেনে নেওয়ায় বিক্ষোভ তুলে নেওয়া হয়। ফের উৎপাদন শুরু হয় খনিতে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। |