খেলার টুকরো খবর
বর্ধমানে ক্রীড়া
বিবেকানন্দ সাংস্কৃতিক সংস্থা আয়োজিত ক্রীড়ায় ফুটবলে চ্যাম্পিয়ন উত্তরণ কোচিং সেন্টার।
বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে বিবেকানন্দ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত হল ক্রীড়া প্রতিযোগিতা। ব্যাডমিন্টনে যোগ দিয়েছিল আটটি দল। ফাইনালে সেবক স্মৃতি ক্লাব পারিজাতনগর ইয়ংস্টার ব্যাডমিন্টন ক্লাবকে ২-০ সেটে হারায়। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন তন্ময় বিশ্বাস। পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় অভিজিৎ রায়। ক্রিকেটে আটটি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় জোড়াসাঁকো বিপ্লবী সাংস্কৃতিক সঙ্ঘ। তারা ফাইনালে বেলতলা সবুজ সঙ্ঘকে ৬ উইকেটে হারিয়ে দেয়। ফুটবলে আটটি দলের মধ্যে উত্তরণ ফুটবল কোচিং কেন্দ্র মহেশডাঙা এসআরজি ক্লাবকে ৪-০ গোলে হারায়। ফুটবলে সেরা খেলোয়াড় উজ্জ্বল রায়। ক্যারম প্রতিযোগিতায় ৩২ জন প্রতিযোগীর মধ্যে অমিত মজুমদার খেতাব জেতেন। রানার্স হন প্রিয়ঙ্কর বিশ্বাস।

ক্রিকেট লিগে জয়ী ডিএসপিএসএ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের মঙ্গলবারের খেলায় জয়ী হয় ডিএসপিএসএ। তারা এমএএমসি মাঠের খেলায় ১০৫ রানে হারায় এএসপিএসএকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে ডিএসপিএসএ। পরিতোষ রায় ৬৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০১ রান তোলে এএসপিএসএ। ম্যাচটি পরিচালনা করেন অভীক চক্রবর্তী, বামদেব প্রসাদ। অন্যদিকে এই প্রতিযোগিতার সোমবারের খেলায় শ্রমিক নগর স্পোর্টিং ক্লাব ১১ রানে ক্লাব স্যান্টোসকে হারায়। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৩২ রান তোলে শ্রমিক নগর। সুরিন্দর রাম ৩৭ রান করেন। ব্যাট করতে নেমে ১২১ রানে শেষ হয় ক্লাব স্যান্টোস। মহিন্দার ডোম ৩১ রান করেন।

হারল জামগ্রাম, জিতল টিবিসিসি
পানুড়িয়া বিবেকানন্দ সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় টিবিসিসি ২১ রানে হারায় জামগ্রাম ক্রিকেট একাদশকে। পানুড়িয়া মাঠে প্রথমে ব্যাট করে টিবিসিসি ১৪৪ রান করে। জবাবে জামগ্রাম ১২৩ রানের বেশি তুলতে পারেনি। ম্যাচের সেরা হন বিজয়ী দলের বুম্বা চক্রবর্তী।

ক্রিকেটে জিতল ভারত সঙ্ঘ
সবনপুর সিসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল ভারত সঙ্ঘ। তারা বালক সঙ্ঘকে ১৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে ভারত সঙ্ঘ ৭ উইকেটে ১৪০ রান করে। জবাবে বালক সঙ্ঘ ১২২ রানে গুটিয়ে যায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের সনু সিংহ।

প্রতিবন্ধী ক্রীড়া
প্রতিবন্ধী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল আসানসোলের রামসায়র ময়দানে। ৫৪টি ইভেন্টে তিনশো প্রতিযোগী যোগ দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.