টুকরো খবর
হাতুড়ের বাড়িতে হানা
এক হাতুড়ে ডাক্তারের বাড়িতে হানা দিয়ে প্রায় ৪ লক্ষ টাকার ওষুধ উদ্ধার হল। রবিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে ধলদিঘি এলাকায়। ছয় কার্টুন ভর্তি ওই ওষুধের মধ্যে সরকারি সিলমোহর লাগানো হাসপাতালের ওষুধও রয়েছে বলে পুলিশ জানায়। বাংলাদেশে তৈরি ওষুধও রয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক নারায়ণ মজুমদার জানান, আজাদ হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি অবৈধভাবে ওষুধ মজুত করেছিলেন। ওই ওষুধ সরকারি হাসপাতালের কি না দেখতে তদন্ত শুরু হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত মন্ডল বলেন, “বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।” সোমবার বুনিয়াদপুর মহকুমা আদালতে বিচারক দিপালী শ্রীবাস্তব ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্ত আজাদ হোসেন বেসরকারি বিমা কোম্পানির এজেন্ট। তিনি হাটে ঘুরে চিকিৎসাও করতেন। পুলিশ জানায়, বাড়ির সামনে তিনি বিনা লাইসেন্সে ওষুধ বিক্রির দোকান চালাতেন। খবর পেয়ে গভীর রাতে গঙ্গারামপুর ও বংশীহারি থানার পুলিশ যৌথভাবে হানা দিয়ে ওই ওষুধ বাজেয়াপ্ত করে। এদিন ধৃত ব্যক্তি আদালতে জানান, তিনি নির্দোষ।

স্বাস্থ্যকর্তাদের পাশে এ বার মুখ্যমন্ত্রীও
শিশুচুরি ও প্রসূতির মৃত্যু দু’টি ঘটনাতেই রাজ্যের স্বাস্থ্যকর্তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার স্বাস্থ্য-সচিব সঞ্জয় মিত্র-সহ স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা দাবি করেছিলেন, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা বিভাগ থেকে সদ্যোজাত চুরির যাওয়ার ঘটনায় শিশুটির বাড়ির লোকই জড়িত। এ দিন মুখ্যমন্ত্রীও বলেন, “ওটা পরিবারের ব্যাপার।” একই ভাবে চিত্তরঞ্জন সেবাসদন থেকে ঊষা তাঁতি নামে এক প্রসূতিকে ফেরানো ও তার জেরে তাঁর মৃত্যুর অভিযোগকেও উড়িয়ে দিয়েছিলেন স্বাস্থ্যকর্তারা। সচিবের বক্তব্য ছিল, এতে তাঁদের কোনও দায় নেই। কারণ, হাসপাতাল তাঁকে ফিরিয়ে দেয়নি। ঊষাদেবীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে দাবি করেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রীও একই কথা বলেন। তাঁর অভিযোগ: এ বিষয়ে ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে কোনও কোনও সংবাদমাধ্যম।

হিমোফিলিয়া নিয়ে শিবির
হিমোফিলিয়া সোসাইটির দুর্গাপুর বিভাগের মহিলা সদস্যেরা হিমোফিলিয়া আক্রান্ত শিশুদের অভিভাবকদের জন্য দু’দিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল। আক্রান্ত শিশুকে কী ভাবে যত্ন নিতে হবে, হঠাৎ রক্তপাতজনিত কোনও সমস্যা দেখা দিলে কী করতে হবে, কী ভাবে দাঁতের যত্ন নিতে হবে ইত্যাদি বিষয়ে অভিভাবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া শিশুদের জন্য বসে আঁকো ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। সংস্থার সচিব অজয় রায় জানান, হিমোফিলিয়া আক্রান্ত শিশুদের জন্য বিশেষ যত্ন প্রয়োজন। অভিভাবকদের সে সব বিষয়ে শিবিরে অভিভাবকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

হাটে ওষুধ কিনে বিপাকে পাঁচ জন
দৃষ্টিশক্তিবাড়ানোর আশায় হাটে বিক্রি করা জড়িবুটি ওষুধ চোখে লাগিয়ে বিপাকে পড়েছেন পাঁচজন দিনমজুর। সংক্রমণে তাঁদের চোখ বিপজ্জনকভাবে ফুলে উঠেছে। ময়নাগুড়ির চাতরাপাড়ায় ঘটনাটি ঘটেছে। বিডিও সম্রাট চক্রবর্তী বলেন, “ওই ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য ব্লক স্বাস্থ্যকর্তাকে বলব। এ ছাড়াও হাটে ওই ধরনের বিপজ্জনক ওষুধ বিক্রি বন্ধ করা নিয়ে প্রচারের ব্যবস্থা করা হবে।” ব্লক স্বাস্থ্য আধিকারিক সন্দীপ বাগ বলেন, “চাতরাপাড়ায় মেডিক্যাল টিম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।”

হাসপাতালে মারধর
অ্যাম্বুলেন্স চালক এবং এক স্বাস্থ্য কর্মীকে মারধর করার অভিযোগ নিয়ে ময়নাগুড়ি হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে। রাতে অডিটের কাজ শেষ করে অ্যাকাউন্টস ম্যানেজার অ্যাম্বুলেন্স চালককে নিয়ে দোকানে বসে চা খাওয়ার সময় এক যুবক তাঁদের উপরে চড়াও হয়ে দু’জনকে পেটায়। রাতেই ঘটনার কথা পুলিশকে জানান ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সন্দীপ বাগ। তিনি বলেন, “অ্যাম্বুলেন্স চালক উৎপল মণ্ডল এবং অ্যাকাউন্টস ম্যানেজার স্বপন দাসকে মারধর করা হয়েছে। পরে অ্যাম্বুলেন্স চালকরা পরিষেবা বন্ধের হুমকি দেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.