টুকরো খবর |
মাঘ পয়লার ঘুড়ি-উৎসব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সোমবার সকাল থেকে মেদিনীপুর শহর ও শহরতলির আকাশ জুড়েই ঘুড়ির ছড়াছড়ি। মেদিনীপুর শহরের বড়বাজার, ছোটবাজার, বক্সীবাজারের মতো এলাকায় ‘ঘুড়ি উৎসব’কে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা ছিল একটু বেশিই। বাড়ির ছাদে-ছাদে দিনভর বেজেছে সাউন্ডবক্স।
আগে পৌষ সংক্রান্তির এক মাস আগে থেকেই ঘুড়ি ওড়ানো শুরু হত। দুপুর হলেই লাটাই-সুতো নিয়ে বাড়ির ছাদে উঠে পড়ত কিশোর-তরুণরা। এখন অবশ্য সেই পরিস্থিতি নেই। সবার জীবনেই ব্যস্ততা বেড়েছে। চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছেন বেকার যুবকেরা। তাই ঘুড়ি ওড়ানো হয়ে গিয়েছে এক দিনের উৎসব। এই দিনটাকে ঘিরেই যাবতীয় প্রস্তুতি। পৌষ সংক্রান্তির পর দিন, অর্থাৎ সোমবার ছিল বড়াম পুজো। কোতোয়ালি বাজার-সহ শহরের নানা এলাকায় পুজো হয়েছে। সেই সঙ্গে ঘুড়ি ওড়ানোয় মেতেছে কিশোর-তরুণের দল।
এ বার আবহাওয়া ভাল ছিল। ফলে, ঘুড়ির বাজারও জমে উঠেছিল। শহরের মিয়াবাজার, বড়বাজারে রবিবার গভীর রাত পর্যন্ত, এমনকী সোমবার সকালেও ঘুড়ি কেনার ভিড় চোখে পড়েছে। মেদিনীপুর শহরের চিড়িমারসাইয়ের ‘পুরনো’ পাড়াতেও এ দিন সকাল থেকে ঘুড়ি ওড়ানোর ধুম লেগে গিয়েছিল। ঘুড়ি-লাটাই নিয়ে সকাল থেকে ছাদে উঠে পড়েছিলেন অভিজিৎ রায়, কমল মণ্ডল, অমৃত মাঝি, সোমেশ মাইতি, বিশ্বজিৎ রায়ের মতো তরুণরা। অভিজিৎ বলেন, “আগে পৌষ সংক্রান্তির বেশ কয়েক দিন আগে থেকেই ঘুড়ি ওড়াতাম। এখন এই এক-দু’দিনই ঘুড়ি ওড়াই।” তাঁর কথায়, “এই সময়ে অন্য কাজ করতে ভালই লাগে না। ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে পাড়ায় যেন উৎসব চলে।”
|
ইঞ্জিনিয়রদের সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সোমবার মেদিনীপুরে শেষ হল ‘স্টেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনে’র তিন দিনের রাজ্য সম্মেলন। এ বার ২৮ জনের রাজ্য কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন তিমিরবরণ সাহা ও অর্গানাইজিং সেক্রেটারি রামকৃষ্ণ দাস। ডিপ্লোমা ইঞ্জিনিয়রদের ‘বঞ্চনা’র বিষয়ে আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে সম্মেলনে।
|
বিজেপি-র সমাবেশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সহায়ক-মূল্যে ধান কেনায় গতি আনা, শিক্ষা প্রতিষ্ঠানে গোলমাল বন্ধ-সহ বেশ কয়েক দফা দাবিতে মেদিনীপুর শহরে সমাবেশ করবে বিজেপি। কাল, বুধবারের ওই সমাবেশে যোগ দেবেন দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ। বিজেপি-র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “সমাবেশকে কেন্দ্র করে জেলা জুড়ে প্রচার চলছে। কর্মিসভা হচ্ছে।”
|
শুরু দাঁতন মেলা
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
২৩তম দাঁতন গ্রামীণ মেলার উদ্বোধন হল সোমবার। দাঁতন শহরের সরাইবাজার সংলগ্ন সংহতি ময়দানে এই মেলার উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী পরব্রহ্মানন্দ। ছিলেন চিত্রাভিনেত্রী অনুরাধা রায়ও। দাঁতন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন পরিচালিত এই মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। |
|