শ্রীরামপুর মহকুমা সুপার ডিভিশন ফুটবল লিগে (২০১১) চ্যাম্পিয়ন হল বৈদ্যবাটি কৃষ্টিচক্র। রানার্স হয়েছে সিঙ্গুর ক্লাব। শনিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় কৃষ্টিচক্র টাইব্রেকারে সিঙ্গুর ক্লাবকে হারায়। সংগঠকেরা জানান, ১৬টি দলকে দু’টি গ্রুপে ভাগ করে সুপার ডিভিশনের খেলা শুরু হয়। লিগের খেলা শেষে উভয় গ্রুপ থেকে চারটি করে দল নকআউট পর্যায়ে ওঠে। সেমিফাইনালে সিঙ্গুরের দলটি টাইব্রেকারে হারায় বৈদ্যবাটির বিএস পার্ককে। অপর সেমিফাইনালে কৃষ্টিচক্র ২-১ গোলে জেতে কোন্নগর অলিম্পিকের বিরুদ্ধে। গত শনিবার শ্রীরামপুর স্টেডিয়ামে ফাইনাল হয়। নির্ধারিত সময়ে কোনও দলই বিপক্ষের জালে বল ঢোকাতে পারেনি। টাইব্রেকারে সিঙ্গুরের দলটিকে ৪-২ গোলে হারিয়ে শেষ হাসি হাসে কৃষ্টিচক্র। সুপার ডিভিশনে সব থেকে কম পয়েন্ট পেয়ে প্রথম ডিভিশনে নেমে গিয়েছে ছাত্র সমিতি এবং সৌরভ সঙ্ঘ। অন্য দিকে, দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন ডানকুনি স্পোর্টিং। রানার্স ভদ্রকালীর বিসিসিও। ফাইনালে ভদ্রকালীর দলটিকে ১-০ গোলে হারায় ডানকুনি স্পোর্টিং। চ্যাম্পিয়ন এবং রানার্স হওয়ার সুবাদে দু’টি দলই ২০১২ সালে প্রথম ডিভিশনে খোলার যোগ্যতা অর্জন করেছে।
|
শ্রীরামপুরের নাট্যসংস্থা ‘ধ্রুপদ’-এর দ্বিতীয় বার্ষিক নাট্যোৎসব অনুষ্ঠিত হল ৫-৮ জানুয়ারি। শ্রীরামপুর রবীন্দ্রভবনে এর উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। উপস্থিত ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শ্যামল চক্রবর্তী, স্বাতীলেখা সেনগুপ্ত, সোমনাথ মুখোপাধ্যায় প্রমুখ। অভিনীত হয় নান্দীকার পরিবেশিত ‘তোমার নাম’ এবং রঙ্গলোক পরিবেশিত ‘জয় বাবা হনুনাথ’। শ্রুতিরঙ্গম, আরোহী, অন্য থিয়েটার, সংস্তব এবং সন্দর্ভ নাট্যগোষ্ঠীও নাটক মঞ্চস্থ করে। আয়োজক সংস্থা ধ্রুপদ মঞ্চস্থ করে ‘ভান’। বিভিন্ন দিনে অভিনয় করেন সোহিনী সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। নাট্যব্যক্তিত্ব বিজয় ভট্টাচার্য এবং অমিয় চট্টরাজকে সম্বর্ধিত করা হয়।
|
বিবাদী সঙ্ঘের পরিচালনায় পশ্চিম তাজপুর বাদামতলার পার্শ্ববর্তী মাঠে একদিনের ক্রিকেট প্রতিযোগিতা হয়। ৮টি দল প্রতিযোগিতায় যোগ দেয়। ফাইনালে মুখোমুখি হয় শিয়াখালার কালীমাতা তরুণ সঙ্ঘ এবং সন্ধিপুর সাথী ক্লাব। কালীমাতা তরুণ সঙ্ঘ ২২ রানে সন্ধিপুর সাথী ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে তরুন সঙ্ঘ ৯৭ রান করে। ওই রান তাড়া করতে নেমে সাথী ক্লাব ৭৫ রানের বেশি করতে পারেনি। ম্যান অফ দ্য ফাইনাল হন কালীমাতা তরুন সঙ্ঘের অষ্টু ঘোষ। প্রতিযোগিতার সেরা ওই দলেরই অমরনাথ মাল।
|
আরামবাগ ব্লকে দেড় মাসেরও বেশি সময় ধরে ১০০ দিনের কাজ প্রকল্পের জবকার্ড মিলছে না বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। সোমবার বাতানল, গৌহরাটি ১ ও ২, হরিণখোলা ১ ও ২-সহ বিভিন্ন পঞ্চায়েতের বাসিন্দারা জবকার্ডের দাবিতে ব্লকের সংশ্লিষ্ট দফতরে গিয়ে বিক্ষোভ দেখান। বিডিও মৃণালকান্তি গুঁই বলেন, “জেলা প্রশাসনের কাছে জবকার্ড চাওয়া হয়েছে। এখনও মেলেনি। শীঘ্রই তা পাওয়া যাবে”
|
এলাকার দুঃস্থ ছাত্রছাত্রীদের সোমবার পাঠ্যপুস্তক বিতরণ করল খানাকুলের সুন্দরপুর গ্রামের একটি ফুটবল ক্লাব। ক্লাব সূত্রে জানা গিয়েছে, ৬০ জন দুঃস্থ ছাত্রছাত্রীদের বই দেওয়া হয়েছে। গ্রামের কিছু দুঃস্থ মানুষকে শীতবস্ত্রও দান করা হয়। |