লোয়ার কেসিয়া দেশবন্ধু ক্লাব আয়োজিত ফুটবলে সোমবার জিতল কলকাতার কাঁকুড়গাছি যুব সঙ্ঘ। এইচসিএল মাঠে তারা উত্তরপাড়া নেতাজি ক্রিকেট ক্লাবকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। ফাইনালের সেরা হন বিজয়ী দলের বিকি মল্লিক।
|
চিত্তরঞ্জনে ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
সবনপুর সিসি আয়োজিত ক্রিকেটে সোমবার জয়ী হল বরাকর অনুশীলনী ক্লাব। তারা এইচসিএল ফাইভ স্টার ক্লাবকে ৭ উইকেটে হারায়। প্রথমে ফাইভ স্টার ১১৮ রান করে। জবাবে বরাকর ৩ উইকেটে রান তুলে নেয়। ম্যাচের সেরা জয়ী দলের রাজা গড়াই।
|
হারল ভানোড়া সিসি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
পানুড়িয়া বিবেকানন্দ সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে সোমবার পাঁচগাছিয়া সিসি ৩০ রানে হারায় ভানোড়া সিসিকে। পানুড়িয়া মাঠে প্রথমে ব্যাট করে পাঁচগাছিয়া সিসি ১৪২ রান করে। জবাবে ভানোড়া সিসি ১১২ রানের বেশি তুলতে পারেনি। ম্যাচের সেরা হন বিজয়ী দলের রাকেশ বাউড়ি।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
যুব তৃণমূল ও রবীন কাজি স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত রবীন কাজি স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল পরিহারপুর টাটা ক্লাব। রবিবার হিজলগড়া মাঠে ফাইনালে তারা চিচুঁড়িয়া সুভাষ সমিতিকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সুভাষ সঙ্ঘ মাত্র ৮৮ রান তুলে শেষ হয়ে যায়। টাটা ক্লাব ৫ উইকেটে রান তুলে নেয়। ম্যাচের সেরা বজয়ী দলের শেখ মঞ্জুর।
|
চ্যাম্পিয়ন নেতাজি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে চ্যাম্পিয়ন হল নেতাজি সঙ্ঘ। রবিবার ইসমাইল মধ্যপাড়া মাঠে ফাইনালে তারা বৈতালি সঙ্ঘকে ৭০ রানে হারায়। প্রথমে নেতাজি সঙ্ঘ ৮ উইকেটে ১৫২ করে। বৈতালি করে ৮২। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা হন যথাক্রমে বিজয়ী দলের মহম্মদ সৈয়দ ও নিখিল সিংহ।
|
জয়ী পানিহাটি
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
শ্রীলতা ইনস্টিটিউট আয়োজিত মেঘনাদ সাহা স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল পানিহাটি এসসি। সোমবার শ্রীলতা মাঠে ফাইনালে তারা বৈদ্যবাটি এসসিকে তারা ১-০ গোলে হারায়। গোলটি করেন সাবির আলি। তিনিই প্রতিযোগিতার সেরা। ফাইনালের সেরা হন বিজিত দলের চঞ্চল ঘোষ। |