তিস্তার জল না পাওয়ায় ক্ষোভ |
তিস্তার জল ছাড়া হলেও রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের তিনটি এলাকায় জল না পৌঁছানোয় ওই তিন এলাকার বোরো চাষিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি জেলা কিসান কংগ্রেসের তরফে তিস্তা সেচ দফতরে অভিযোগ করা হলে শনিবার দুপুরে সেচ দফতরের আধিকারিকরা এলাকায় পরিদর্শনে যান। সংগঠনের সভাপতি দুলাল দেবনাথ জানান, বিন্যাগুড়ি অঞ্চলের সুরুবাড়ি এলাকায় শাখা ক্যানেলের দু’পাড়ে বেশ কিছুটা অংশ ভাঙা থাকায় মাঝিয়ালির দেমদেমা, মকরসভা ও বাদলাগছ এলাকায় জল পৌঁচ্ছে না। ওই ভাঙা অংশ মেরামতি না করে জল ছাড়ায় ওই পরিস্থিতি দেখা দিয়েছে। জল ছাড়া হলেও দুই পাড়ের ওই ভাঙা অংশ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বিষয়টি দফতরের আধিকারিকদের অভিযোগ করার পর শনিবার দফতরের আধিকারিকা এলাকায় পরিদর্শন করে যান। রবিবার দফতর থেকে ওই ভাঙা অংশ মেরামতি শুরু হয়েছে।
|
নকশালবাড়ির হাতিঘিষায় চেঙা নদীর উপরে তিন মাসের মধ্যে পায়ে চলা সেতু তৈরির আশ্বাস দিলেন এলাকার কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। রবিবার ওই এলাকার মিনঘেরা গ্রামে কংগ্রেসের ডাকে জনসভা হয়। সেখানে বিধায়ক ওই আশ্বাস দেন। কংগ্রেসের অভিযোগ, ২০০৭ সালে বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে ওই এলাকায় পায়ে চলা সেতু তৈরির জন্য শিলান্যাস হলেও আজ পর্যন্ত কোনও কাজ হয়নি। এদিন বাসিন্দাদের কাছে ঘটনাটি জানার পরে বিধায়ক তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দেন। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ বলেন, “৭ লক্ষ টাকা লাগবে ওই সেতু তৈরি করতে। তিন মাসে কাজ হয়ে যাবে বলে আশা করছি।” জনসভায় বিধায়ক, সুনীল ঘোষ ছাড়াও ব্লক কংগ্রেস আহ্বায়ক তথা কর্মাধ্যক্ষ পৃত্থীশ রায় বক্তব্য রাখেন।
|
৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগে ১৪ বছরের বালককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকাল ৪টা নাগাদ ঘটনাটি ঘটে খড়িবাড়ি থানার বাতাসীতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে রেল লাইনের ধারে ওই শিশুর দেহ পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। অভিযুক্তকে ধরে ফেলেন বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে ওই বালককে বাসিন্দাদের হাত থেকে উদ্ধার করে গ্রেফতার করে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”
|
ফেডারেশন অফ কনজিউমার অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে অর্থ বিনিয়োগ বিষয়ক সচেতনতা শিবির হল। রবিবার সকালে ডুয়ার্সের হ্যামিল্টন গঞ্জের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে সচেনতা শিবিরে অংশ নেন এলাকার বাসিন্দারা। ফেডারেশন অফ কনজিউমার অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের সভাপতি সুধীর ঘোষ জানান, গ্রাহকদের কাছ থেকে অধিক মুনাফার নামে টাকা নিয়ে বিভিন্ন লগ্নিকারী সংস্থা তাঁদের প্রতারিত করছেন। সেই বিষয়ে সচেতন করার জন্য প্রচার চালানো হয়। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশন অফ কনজিউমার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের আধিকারিক প্রদীপ দত্ত।
|
প্রতিবন্ধী ছেলেমেয়েদের হুইল চেয়ার, কানে শোনার যন্ত্র, পথ চলার ‘স্টিক’ বিলি করল ইউনিভার্সাল ক্রিয়েশন। রবিবার শিলিগুড়ির মিত্রসম্মেলনী হলে শারীরিক, শ্রবন প্রতিবন্ধী, দৃষ্টিহীন এমন ১৭ জন ছেলেমেয়ের হাতে আনুষ্ঠানিক ভাবে ওই সমস্ত সরঞ্জাম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নান্টু পাল। উদ্যোক্তাদের পক্ষে ডালিয়া জানান, প্রতিবন্ধী এবং গরিব পরিবারের ছেলেমেয়েদের জন্য কিছু করতে তারা আগ্রহী। অভিনেতা মনোজ তেওয়ারিকে নিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে অনুষ্ঠান করে তারা সে ব্যাপারে তহবিল সংগ্রহের চেষ্টাও করছেন। তারই অঙ্গ হিসাবে এ দিন এই প্রতিবন্ধী ছেলেমেয়েদের সাহায্য করা হল।
|
লেখক সমীর চক্রবর্তীর পঞ্চম মৃত্যুবর্ষ পালন করল সমীর সোশাল ডেভেলপমেন্ট ইন্সিটিটিউট। রবিবার আলিপুরদুয়ারের কলেজ হল্ট এলাকায় একটি স্কুলে অনুষ্ঠান হয়। সংস্থার সম্পাদক তথা তৃণমুল যুব কংগ্রসের রাজ্য সহ সভাপতি প্রয়াত লেখকের ছেলে সৌরভ চক্রবর্তী জানান সমীরবাবুর ৩৭টি বই প্রকাশিত হয়েছে। এদিন তাঁরা একটি শোক সভার আয়োজন করেন। পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে আইনজীবীরা উপস্থিত ছিলেন।
|
এক তৃণমূল নেতার বাড়ির সামনে বোমা ফাটানোর ঘটনা ঘটল মালদহে। রবিবার রাতে ঘটনাটি ঘটে গাজলের বামনগোলায়। কেউ জখম হননি। ওই নেতা অনন্ত চক্রবর্তীও সেই সময় বাড়িতে ছিলেন না।
|
পৌষ সংক্রান্তি উপলক্ষে মহা ধুমধামের সঙ্গে গঙ্গা পুজো অনুষ্ঠিত হল ফাঁসিদেওয়ায়। রবিবার ফাঁসিদেওয়া মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে জালাসের তালতলা এলাকায় ওই পুজোয় প্রায় ৭০০’র উপর মৎস্যজীবি ও তাঁদের পরিবারের লোকেরা যোগ দেন।
|
পৌষ সংক্রান্তি উপলক্ষে ধুমধামের সঙ্গে গঙ্গাপুজো অনুষ্ঠিত হল ফাঁসিদেওয়ায়। রবিবার ফাঁসিদেওয়া মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে জালাসের তালতলা এলাকায় ওই পুজো হয়। |