বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগ শুরু হল শনিবার থেকে। বনগাঁ স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী ম্যাচে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে রামকৃষ্ণ পল্লি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রতাপগড় প্রথমে ব্যাট করতে পাঠায় রামকৃষ্ণ পল্লি স্পোর্টিং ক্লাবকে। নির্দিষ্ট ৩০ ওভারে রামকৃষ্ণ পল্লি ৯ উইকেটে ১৮৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে প্রতাপগড় ৭ উইকেট হারিয়ে ২২ ওভার ১ বলে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন গৌরব গঙ্গোপাধ্যায়। রামকৃষ্ণ পল্লির হয়ে ৩৪ রানে ২টি উইকেট নেন সমিরুল মণ্ডল। খেলা পরিচালনা করেন ডালটন বিশ্বাস এবং দেবাশিস বিশ্বাস। প্রথম ডিভিশনে মোট ১২টি দলকে দু’টি বিভাগে ভাগ করে খেলানো হচ্ছে। দু’টি বিভাগ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। তার পরে নক-আউট পর্যায়ের খেলা হবে। প্রসঙ্গত, কিছু দিন আগে ৩৭টি দল নিয়ে দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে।
|
আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের হাতে ধরা পড়ল ৩ দুষ্কৃতী। শনিবার রাতে সন্দেশখালি থানার পুলিশ তাদের বেড়মজুর কাঠপুলের কাছ থেকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃত জাকির মোল্লা, ওসমান শেখ ও শেখ মুসলেমের বাড়ি বয়ারমারির নলকোড়া গ্রামে। ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া এই তিন দুষ্কৃতী ধরা পড়লেও দলের বাকিরা পালিয়েছে। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তাদের কাছ থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ভোজালি, রড উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও তোলা আদায়ের অভিযোগ রয়েছে।
|
হোটেল মালিকের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক পর্যটক। যাদবপুর থেকে ৪০ পর্যটকের একটি দল গত ১৩ জানুয়ারি গোসাবার পাখিরালয়ে বেড়াতে এসেছিল। বছর কুড়ির এক তরুণীও ছিলেন ওই দলে। তাঁরা উঠেছিলেন একটি লজে। রবিবার ওই তরুণী লজ মালিক প্রবীর মণ্ডলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন গোসাবা থানায়। তাঁর দাবি, শনিবার রাতে ওই ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেছেন। প্রবীরবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। |