বড়সড় এক কেলেঙ্কারি ফাঁস হওয়ায় সমস্যায় পড়ল ব্রিটেনের কনজারভেটিভ পার্টি। কেলেঙ্কারির কেন্দ্রে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ী।
একটি ব্রিটিশ সংবাদপত্রের দাবি, রীতেশ সেহগল নামে এক ব্যবসায়ী ১০ হাজার পাউন্ডের বিনিময়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ব্যক্তিগত মোবাইল নম্বর জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সংবাদপত্রটি স্টিং অভিযান চালিয়ে রীতেশের কার্যকলাপের সন্ধান পেয়েছে বলে অভিযোগ। কনজারভেটিভ পার্টির জন্য এশীয় সম্প্রদায়ের কাছ থেকে অর্থ সংগ্রহ করে রীতেশের সংগঠন ‘ব্রিটিশ এশিয়ান কনজারভেটিভ লিঙ্ক’। ২০০৬ সালে পার্টির একটি বড় ভোজসভায় ক্যামেরনের পাশেই বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। সংগঠনের ওয়েবসাইটেও রীতেশের সঙ্গে অন্য অনেক কনজারভেটিভ নেতা-মন্ত্রীর ছবি রয়েছে। মোটের উপরে কনজারভেটিভ পার্টির শীর্ষনেতাদের যথেষ্ট ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি।
সংবাদপত্রটি জানিয়েছে, এক ব্যবসায়ীর ছদ্মবেশে রীতেশের সঙ্গে দেখা করেন তাদের এক সাংবাদিক। তাদের অভিযোগ, ‘ব্রিটিশ এশিয়ান কনজারভেটিভ লিঙ্ক’-কে বছরে ১০ হাজার পাউন্ড বা তার চেয়ে বেশি আর্থিক অনুদান দিতে বলেন রীতেশ। বিনিময়ে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বর জানানোর প্রতিশ্রুতি দেন তিনি। এমন আশ্বাসও দেন যে, দরকারে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য গুরুত্বপূর্ণ
সদস্যদের সঙ্গে নৈশভোজের আয়োজন করা যাবে। যেখানে অভিবাসন আইন পরিবর্তন-সহ গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থদাতারা তাঁদের সঙ্গে আলোচনা করতে পারবেন।
এই খবর ফাঁস হওয়ার পরেই কনজারভেটিভ পার্টি থেকে বরখাস্ত করা হয়েছে রীতেশকে। ‘ব্রিটিশ এশিয়ান কনজারভেটিভ লিঙ্ক’-এর ওয়েবসাইটে কনজারভেটিভ পার্টির চিহ্ন ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি হতে পারে। |