ডুয়ার্সের বন্ধ ঢেকলাপাড়া চা বাগান নিয়ে অশান্তির আশঙ্কায় সরকারের হস্তক্ষেপ দাবি করল আরএসপি-র শ্রমিক সংগঠন ইউটিইউসি। শনিবার দুপুরে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণের একটি অনুষ্ঠানে ইউটিইউসি-র রাজ্য সাধারণ সম্পাদক অশোক ঘোষ, সহ-সভাপতি মিহির চন্দ ঢেকলাপাড়ার পরিস্থিতি নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন। ইউটিইউসি নেতারা মন্ত্রীকে জানান, ঢেকলপাড়া চা বাগানে গত এক মাসে ৯ জনের মৃত্যু হয়েছে। অপুষ্টিজনিত কারণেই সবাই মারা গিয়েছেন বলে দাবি তাঁদের। নেতাদের অভিযোগ, বন্ধ বাগান এবং শ্রমিকদের দুর্দশাকে কাজে লাগিয়ে সম্প্রতি পরিস্থিতি জটিল করে তুলেছে মোর্চা। একজন মোর্চা নেত্রীকে দিয়ে আত্মহত্যার হুমকির প্রচারও শুরু হয়েছে। বিরোধিতায় নেমেছে আদিবাসী বিকাশ পরিষদও। এতে অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবকিছু শুনে শিল্পমন্ত্রী ঢেকলাপাড়া বাগান নিয়ে তাঁর দফতরের প্রধান সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে একটি রিপোর্ট দিতে বলেছেন বলে শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন। অশোকবাবু বলেন, “বাগানে একজন মহিলাকে পাঠিয়ে মোর্চা পরিস্থিতি জটিল করতে চাইছে। সমস্ত ট্রেড ইউনিয়নগুলিকে নিয়ে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। শিল্পমন্ত্রীকে সমস্ত কিছুই জানানো হয়েছে।” |