টুকরো খবর |
বাস চালানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
সেবকের করোনেশন সেতু দিয়ে বাস চলাচলের দাবিতে আজ, রবিবার থেকে শিলিগুড়ি-ডুয়ার্স রুটে বাস বন্ধের হুমকি দিলেন কর্মীরা। তাঁরা জানিয়েছেন, সেবকের করোনেশন সেতুতে ফাটলের জন্য বড় গাড়ি চলাচল বন্ধ করেছে প্রশাসন। ডুয়ার্সের বাস গজলডোবার তিস্তা ব্যারাজের রাস্তা দিয়ে শিলিগুড়ি যাচ্ছে। কিন্তু চেলিবাড়ি এলাকায় রাস্তা খারাপ থাকায় সমস্যা হচ্ছে। এতে অধিকাংশ যাত্রীরা ওদলাবাড়িতে বাস থেকে নেমে ছোট গাড়ি করে সেবক হয়ে শিলিগুড়ি যাচ্ছেন। নর্থবেঙ্গল বাস ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য স্বপন পারিয়াল জানান, গজলডোবার পথে যাত্রীরা বেশি ভাড়া দিতে চান না। এতে যাত্রীসংখ্যাও অনেক কমে গিয়েছে। করোনেশন সেতুর দু’পাশে বাস নিয়ে যেতে দেওয়ার অনুমতি দিলে যাত্রীরা সহজেই হেটে সেতু পেরিয়ে অন্য পাড়ে গিয়ে বাসে উঠতে পারবেন। দাবি পূরণ না হলে আজ, রবিবার থেকে কর্মীরা শিলিগুড়ি ডুয়ার্স রুটে বাস চালাবেন না। মালিকদের সঙ্গে বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। শনিবার সেবক দিয়ে ফের বাস পরিষেবা চালু করার দাবিতে ওদলাবাড়ি এবং মংপং এলাকায় বাসকর্মীরা বিক্ষোভ দেখান।
|
লাইনে ফাটল, থমকাল ট্রেন
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
রেল লাইনে ফাটল দেখে লাল কাপড় নাড়িয়ে ট্রেন থামাল দুই রাখাল। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শিয়ালপাড়া এলাকার ঘটনা। ফাটল পরীক্ষা করেন ইঞ্জিনিয়ররা। ঘণ্টাখানেক বালুরঘাট-মালদহ ডেএমইউ ট্রেনটি দাঁড়িয়ে থাকে। পরে ধীরে ধীরে ওই ফাটলের অংশ পার করিয়ে ট্রেন গন্তব্যে যায়। কাটিহারের ডিআরএম ভূষণ পটেল বলেন, “ফাটল মেরামতির জন্য সংশ্লিষ্ট কর্মীদের দ্রুত কাজে নামানো হয়েছে। কী ভাবে ফাটল তৈরি হল তা খতিয়ে দেখা হচ্ছে।” এ দিন ওই ফাটলের উপর দিয়ে মালদহ থেকে বালুরঘাটগামী ডিএমইউ ট্রেনটি যাওয়ার সময় বিকট শব্দ হয়। তা শুনে আমই গ্রামের দুই রাখাল শ্রীশ পাহান ও শ্যামল পাহান গিয়ে রেললাইনের দিকে ছুটে যায়। তাদের কথায়, “বেলা ১ টা নাগাদ একটি ট্রেনকে ওই লাইনের উপর দিয়ে বালুরঘাট থেকে মালদহের দিকে আসতে দেখে লাল কাপড় এনে নাড়তে থাকি। লাল কাপড় দেখে চালক ট্রেনটি থামিয়ে দেয়।” লাইনে ফাটলের বিষয়টি জানতে পেরে ট্রেনের চালক বুনিয়াদপুর স্টেশনের ইঞ্জিনয়র অভিজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করেন। তিনি পৌছনোর পর ট্রেনটিকে ওই লাইনর দিয়ে খুব ধীরে পার করানো হয়। অভিজিৎবাবু বলেন, “শীতে এ রকম হতে পারে। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেনটিকে ধীরে ধীরে লাইন দিয়ে নিয়ে যাওয়া হয়।”
|
‘শাসন’ স্বাভাবিক
নিজস্ব সংবাদদাতা • মাথাভাঙ্গা |
পড়া না-পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে চড় মেরেছিলেন ইংরেজির শিক্ষক। তাতে সে জ্ঞান হারিয়ে ফেলায় হাসপাতালেও নিতে হয়। সেখানে সে সুস্থ হয়ে ওঠে। শনিবার তা নিয়ে হট্টগোলের আশঙ্কায় ঘাবড়ে গিয়েছিলেন কোচবিহারের মাথাভাঙার সাতগ্রামের কুর্সামারি হাইস্কুলের ওই শিক্ষক-সহ সকলেই। শেষে নিগৃহীত ছাত্রীর বাবা মজিবর রহমান বলেন, “পড়া না পারলে শিক্ষকেরা শাসন করতেই পারেন। সে জন্য মাস্টারের নামে থানা-পুলিশ করব কেন? তা হলে মেয়ে বড় হবে কী করে?” পাশাপাশি, তিনি জানান, তিন দিন ধরে জ্বরে ভোগার ফলে তাঁর মেয়ে দুর্বল থাকায় হালকা চড়েই জ্ঞান হারিয়ে ফেলেছে।
|
ধৃত কেএলও জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বাংলাদেশে অবসর সময়ে ল্যাপটপে নিজের আত্মজীবনী লিখছেন কেএলও সুপ্রিমো জীবন সিংহ। বাংলাদেশে থাকার সময়ে তাঁর বোন সুমিত্রা দাস (বর্মন) কামতাপুরী ও ইংরেজিতে জীবন সিংহকে আত্মজীবনী লিখতে দেখেছেন বলে শনিবার দাবি করেছেন। অপারেশন ফ্লাশ আউটের পরে বাংলাদেশে আত্মগোপন করে থাকা কেএলও জঙ্গিরা একের পর এক আত্মসমর্পণ করছেন। তার পরেও বাংলাদেশে অন্তত ৫০ জন অনুগামী নিয়ে বসে রয়েছেন জীবন সিংহ। তাঁকে আত্মসমর্পণ করানোর ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগী নয় বলে অভিযোগ করেছেন আত্মসমর্পণকারী কেএলও জঙ্গিরা। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেছেন, “কেএলও জঙ্গিদের আত্মসমর্পণ করানোর বিষয়ে কিছু প্রস্তাব আমাদের কাছে এসেছিল। সে সব স্বরাষ্ট্র দফতরে পাঠানো হয়েছে। দফতরের নির্দেশ মতো পদক্ষেপ নেওয়া হবে।”
|
কলেজে নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কোচবিহার বিটি অ্যান্ড ইভনিং কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ৩৮টি আসনের মধ্যে ১৮টিতে মনোনয়ন জমা দিল টিএমসিপি। ছাত্র পরিষদ অবশ্য প্রতিটি আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছে। শনিবার ছিল কলেজে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়দীপ সরকার বলেন, “প্রতিটি আসনে একটি করেই মনোনয়নপত্র জমা পড়েছিল। কোনও গোলমাল হয়নি।” ৩১ জানুয়ারি কলেজে নির্বাচন। অধ্যক্ষ পঙ্কজ দেবনাথ বলেন, “মনোনয়ন পরীক্ষার পর ক’টি আসনে ভোট হবে তা বলা যাবে।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সাবির সাহা চৌধুরী বলেন, “ছাত্র পরিষদের সন্ত্রাসের জন্য দু’টি কলেজে প্রত্যাশামত মনোনয়ন পত্র জমা দেওয়া যায়নি। বিষয়টি প্রশাসনের নজরে এনেছি।” ছাত্র পরিষদের কোচবিহারের জেলা সভাপতি অরিন্দম দে অবশ্য বলেন, “অভিযোগ ভিত্তিহীন। ছাত্রছাত্রীরা যে ওঁদের পাশে নেই তা দু’টি কলেজের নির্বাচন প্রক্রিয়ায় স্পষ্ট।”
|
যুবকের দেহ মিলল
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
পিকনিক থেকে ফেরার পথে নিখোঁজ এক যুবকের দেহ উদ্ধার করেছে ডালখোলা থানার পুলিশ। মৃত যুবকের নাম রিঙ্কু দাস (২৫)। বাড়ি মুর্শিদাবাদের কাশিমবাজার এলাকায়। গত ১০ জানুয়ারি ৬০ জনের একটি দল সিকিমে গিয়েছিল। গত ১১ জানুয়ারি শিলিগুড়ি পৌঁছনোর পর দলছুট হয়ে যান রিঙ্কু। শিলিগুড়ির প্রধান নগর থানায় নিখোঁজ ডায়েরি হয়। শুক্রবার ডালখোলা মিঠাপুকুর সেতুর নীচে তাঁর দেহ মেলে।
|
স্কুলে অনুষ্ঠান |
শিল্প, সাহিত্য, চিকিৎসা, পুলিশ-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের ১০ সফল ব্যক্তিকে সংবর্ধনা দিল পঞ্চায়েত এমপ্লয়িজ ফোরামের জলপাইগুড়ি জেলা পরিষদ শাখা। স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ এবং হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উপলক্ষে এমপ্লয়িজ ফোরামের উদ্যোগে শনিবার এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।
|
পুস্তক বিলি |
বিধানগরের একটি সেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এলাকার হাইস্কুল ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হল। শনিবার এক অনুষ্ঠানে পাঠ্যপুস্তক ছাড়াও তিনটি হাইস্কুলে খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়ার বিধায়ক ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুনীল তিরকি। |
|