ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে সওয়াল পাক হাই কমিশনারের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক গড়ার অন্যতম হাতিয়ার বাণিজ্য। তাই দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে দু’দেশকেই আরও উদ্যোগী হতে বার্তা দিলেন ভারতে পাকিস্তানের হাই কমিশনার শাহিদ মালিক।
মার্চেন্টস চেম্বারের এক সভায় সম্প্রতি মালিক বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ক নামমাত্র। অথচ যে সব বিষয়ের উপর ভরসা রেখে দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানো সম্ভব, এটি তার অন্যতম। তিনি জানান, সেই লক্ষ্যে দু’দেশই অনেকটা এগিয়েছে।
আগামী ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানে যাওয়ার কথা ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার। কোন কোন পণ্য ভারত রফতানি করতে পারবে না, সেই তালিকাও চূড়ান্ত হওয়ার মুখে। গ্যাস পাইপলাইন নিয়ে কথা বলতে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডির আমন্ত্রণে এ দেশে আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী।
এ ছাড়া দু’দেশের দশটি শহরে ব্যবসায়ীদের যাতায়াতের জন্য এক বছরের ‘মাল্টিপল ভিসা’ দেওয়ার বিষয়টিও প্রায় চূড়ান্ত।
তবে কিছুটা অভিমানের সুরেই তাঁর অভিযোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ভারতের তরফে উদ্যোগের কিছুটা অভাব রয়েছে। যেমন পাকিস্তানকে ‘মোস্ট প্রেফার্ড নেশন’-এর তকমা দিলেও বিভিন্ন ক্ষেত্রে এখনও অন্তরায় রয়েছে। যেমন পাকিস্তানের ব্যবসায়ীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক সময়েই দেরি হয় কিংবা পাকিস্তানে ভারতীয় টিভি-র অনুষ্ঠান সম্প্রচার হলেও এ দেশে পাকিস্তানের অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে অনীহা দেখা যায়। তবে দু’দেশের মধ্যে স্থায়ী ভাবে সুসম্পর্ক গড়তে হলে কাশ্মীর-সহ অন্য সমস্যাগুলি নিয়েও একই সঙ্গে আলোচনা চালানো জরুরি বলে মনে করেন মালিক। |