টুকরো খবর
চলতি অর্থবর্ষের প্রথম ন’মাসে (এপ্রিল-ডিসেম্বর) দেশে বাড়ল পরোক্ষ কর আদায়ের পরিমাণ। এই সময়ে পরোক্ষ কর সংগ্রহের পরিমাণ গত বছরের তুলনায় ১৬.১% বেড়ে দাঁড়িয়েছে ২,৮৫,৭৮৭ কোটি টাকায়। আগের বছরের এই সময়ে যা ছিল ২,৪৬,১৬৮ কোটি টাকা। এই পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্রীয় উৎপাদন ও আমদানি শুল্ক পর্ষদের চেয়ারম্যান এস কে গোয়েল জানান, পরোক্ষ কর আদায়ের ক্ষেত্রে চলতি অর্থবর্ষের বাজেট পূর্বাভাসের ৩,৯২,৯০৮ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব হবে বলেই আশা। প্রসঙ্গত, আমদানি শুল্ক, পরিষেবা কর এবং উৎপাদন শুল্ক মিলিয়েই পরোক্ষ কর হিসাব করা হয়।

গ্রিসের সঙ্কটের কোপে শহরের সমাজসেবী সংস্থা
গ্রিসের আর্থিক সঙ্কটের প্রভাব সরাসরি কলকাতাতেও। নিজেদের বেহাল আর্থিক দশার কারণে সমাজসেবী সংস্থা ফিলানথ্রপিক সোসাইটি অফ দ্য অর্থোডক্স চার্চ-কে অনুদান দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে গ্রিস। ফলে কাজ চালাতে সমস্যায় পড়েছে তারা। সমস্যার সমাধান খুঁজতে এগিয়ে এসেছে ম্যাগমা ফিন কর্প। সচেতনতা বাড়াতে মুম্বই ম্যারাথনে অংশ নিয়েছেন সংস্থার শীর্ষ কর্তারা। অর্থ সংগ্রহের জন্য ফেসবুক মারফত চালানো হয়েছে প্রচারও। তবে ইউরোপীয় সঙ্কটের জেরে কালীঘাটে গ্রিক অর্থোডক্স চার্চ সমস্যায় পড়েনি বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমাননগরী নিয়ে আলোচনাচক্র
অন্ডাল বিমানবন্দরের সম্ভাবনা তুলে ধরতে আগামী মাসের গোড়ায় সেখানে বিমান সংস্থাগুলিকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করবে উপনগরীর নির্মাতা সংস্থা বেঙ্গল এরোট্রোপলিস। সম্প্রতি সংস্থার অন্যতম কর্তা সুব্রত পাল জানান, ওই শিল্পাঞ্চলের সংস্থাগুলিকেও এই বিামনবন্দরের সুযোগ জানাতে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। তাঁর দাবি, এ বছরের শেষের দিকে বিমানবন্দরটি চালু করার লক্ষ্যমাত্রা পূরণ করবেন তাঁরা। সে ক্ষেত্রে জমিরও কোনও সমস্যা হবে না। একই সঙ্গে বিমাননগরীকে কেন্দ্র করে সামাজিক পরিকাঠামো নির্মাণের কাজও তাঁরা চালাচ্ছেন।

পর্যটক টানতে
‘সোনার কেল্লা’-র রাজ্য রাজস্থানের প্রতি বাঙালির আকর্ষণ চিরকালের। পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করতে দেশের যে ক’টি শহরকে অন্যতম প্রচারস্থল হিসাবে বেছেছিল রাজস্থান সরকার তার মধ্যে প্রথম সারিতেই তাই ছিল কলকাতা। গত ৬-৮ জানুয়ারি কলকাতায় ‘রাজস্থান কলিং ফেস্টিভাল’ উপলক্ষে সেখানকার হাতের কাজ, খাওয়া-দাওয়া, নাচের আসরে ওই রাজ্যকে ফিরে দেখার সুযোগ এসেছিল শহরবাসীর কাছে। রাজস্থান সরকারের পর্যটন দফতর সূত্রে খবর, পর্যটকদের আগ্রহ দেখেই এই শিল্পকে আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

এইচডিএফসি-র মুনাফা
চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (সেপ্টেম্বর থেকে ডিসেম্বর) এইচডিএফসি-র নিট মুনাফা হয়েছে ৯৮১.২৫ কোটি টাকা। গত বছর এই সময়ে সংস্থার মুনাফা হয়েছিল ৮৯০.৮৮ কোটি টাকা। আলোচ্য সময়ে মোট আয়ও দাঁড়িয়েছে ৪,৪৭২.৫১ কোটিতে। গত বছরে তা ছিল ৩,৩২১.০৪ কোটি। হিসাব রক্ষণের ব্যবস্থায় পরিবর্তনের কারণে এই সময়ের পরিসংখ্যানটি গত বছরের সঙ্গে তুলনীয় নয় বলে জানিয়েছে এইচডিএফসি।

গঙ্গাসাগরে এটিএম
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে অস্থায়ী এটিএম চালু করেছে স্টেট ব্যাঙ্ক। দর্শনার্থীদের সুবিধার্থেই এই উদ্যোগ। মেলায় এটিএম-টি চালু থাকবে আগামী কাল পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.