আর্থিক সমস্যা এড়াতে স্বচ্ছতায় জোর প্রণবের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দক্ষ এবং স্বচ্ছ পরিচালন ব্যবস্থাই বর্তমান দুনিয়া জোড়া আর্থিক ডামাডোলের বাজারে একটি দেশকে আর্থিক সমস্যা থেকে সুরক্ষিত রাখতে পারে। বিশ্ব-মন্দা এবং তার পরবর্তী পর্যায়ের আর্থিক সমস্যা এই শিক্ষাই দিয়েছে। শনিবার কলকাতায় ইস্টার্ন বাইপাসের উপর নতুন আয়কর ভবনের উদ্বোধন করতে এসে এই কথাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।
এ দিকে চলতি অর্থবর্ষে কর আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়েছে আয়কর বিভাগ। আগে ওই লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল ৫.৮৫ লক্ষ কোটি টাকা। কিন্তু পরে তা কমিয়ে করা হয়েছে ৫.৩২ লক্ষ কোটি টাকা। তবে বাজেটে অবশ্য ৫.৩২ লক্ষ কোটি টাকাই লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। পরে তা সংশোধন করে ধরা হয়েছিল ৫.৮৫ লক্ষ কোটি। কিন্তু দেশের আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়ায় আয়কর আদায়ের লক্ষ্যমাত্রাও কমিয়ে দেওয়া হয়েছে। এ দিন প্রণববাবু বলেন, করদাতাদের জন্য পরিষেবা আরও উন্নত করতেই বিভিন্ন অঞ্চলে আয়কর দফতর খোলা হচ্ছে। বাইপাসের অফিসটি ছাড়া দুর্গাপুরেও সম্প্রতি আরও একটি নতুন আঞ্চলিক দফতর চালু করা হয়েছে। একই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় আয়কর সেবা কেন্দ্রও চালু করেছে আয়কর দফতর। এ দিন প্রণববাবু জানান, এর পর জলপাইগুড়ি ও গ্যাংটকেও দফতর খুলবে আয়কর বিভাগ। |