পাইলটদের নিয়ে সমস্যা আপাতত মিটিয়ে ফেলল এয়ার ইন্ডিয়া। ভাতা ও বেতন বকেয়া থাকায় গত কাল মাঝরাত থেকে বিক্ষোভে নামার কথা জানিয়ে দিয়েছিলেন পাইলটদের একাংশ। এর পর ৪০ জন পাইলট আজ আচমকা জানান, তাঁরা ‘অসুস্থ’। পাওনাগণ্ডা না পেয়ে তাঁরা মানসিক ভাবে বিপর্যস্ত। এই অবস্থায় তাঁদের পক্ষে বিমান চালানো সম্ভব নয়। এর ফলে আজ সারা দিনে এয়ার ইন্ডিয়ার মোট ৫২টি উড়ান বাতিল করতে হয়। দিনভর ভোগান্তির শেষে রাতে এয়ার ইন্ডিয়া ও কেন্দ্রীয় সরকার পাইলটদের বকেয়া বেতন ও ভাতা কিছুটা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এর কিছু ক্ষণের মধ্যেই আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার কথা জানান পাইলটরা।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, পাইলটরা ধর্মঘটের কোনও নোটিস দেননি। তবে বিমানমন্ত্রী অজিত সিংহ আজ এয়ার ইন্ডিয়ার যে আর্থিক পরিস্থিতির কথা জানিয়েছেন, তা খুবই উদ্বেগজনক। গত কাল থেকে সংস্থার অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
পাইলদের বিক্ষোভ তথা ‘অসুস্থতার’ জেরে আজ উড়ানে সব থেকে বেশি প্রভাব পড়ে দিল্লি ও মুম্বইয়ে। রাজধানীতে মোট ৪৪টি উড়ান বাতিল করেছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মুম্বইয়ে বাতিল করা হয় ৮টি উড়ান। দিল্লি থেকে বিমান না আসায় কলকাতাতেও বাতিল হয়েছে দু’টি উড়ান। এক উড়ানের যাত্রীদের অন্য উড়ানে পাঠিয়ে কিছুটা সুরাহার চেষ্টা করা হলেও সর্বত্রই সমস্যায় পড়েন যাত্রীরা। কলকাতা থেকে গুয়াহাটি ও আগরতলাগামী দু’টি বিমানের যাত্রীরা গিয়েছেন এক বিমানে। অনেক যাত্রীর টাকা ফেরত দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে বলতে গিয়ে বিমানমন্ত্রী অজিত সিংহ আজ গোড়াতেই স্বীকার করে নেন, “এটা ঘটনা যে, পাইলটদের দু-এক মাসের বেতন ও বেশ কিছু দিনের ভাতা বকেয়া রয়েছে। আমি জানি এ জন্য কর্মীদের সমস্যা হচ্ছে। তবে এয়ার ইন্ডিয়ার আর্থিক অবস্থাও খুব খারাপ। গত কাল সংস্থার অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে।” আগামী সপ্তাহে এয়ার ইন্ডিয়া নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার কথা অজিত সিংহের। বকেয়ার অধিকাংশই আগামী সপ্তাহে মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন বিমানমন্ত্রী।
পাইলটদের সংগঠন ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন (আইসিপিএ) জানিয়েছিল, তারা কোনও ধর্মঘট ডাকেনি। যে সব পাইলট বিমান চালাতে রাজি হননি সংগঠনের পক্ষ থেকে তাঁদের কাজে ফেরার অনুরোধ করা হয়েছে। তবে পাইলটদের দাবির প্রতি সহানুভূতিশীল ছিল আইসিপিএ। সংগঠনের মুখপাত্র বলেন, “কর্তৃপক্ষের উচিত বকেয়া মেটানোর ব্যবস্থা করা। কারণ, যাঁরা বিমান চালাবেন তাঁদের মনে কোনও উদ্বেগ থাকা উচিত নয়।”
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রোহিত নন্দন ও অন্য উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে আজ দফায় দফায় বৈঠকও করেছেন আইসিপিএ নেতারা। এই আলোচনার সময়ই আগামী সপ্তাহে পাইলটদের এক মাসের বকেয়া ভাতা মেটাতে রাজি হয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এর পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পাইলটরা। |