|
ছোট্ট দানে খেলা মাত |
সমস্যা এসেছে? সটান সমাধান। দরকার শুধু একটু উপস্থিত বুদ্ধি আর কিছু মণিমাণিক্য। মানে কুইক-ফিক্স টোটকা।
|
• সমস্ত সফট টয় ওয়াশিং মেশিনে পরিষ্কার
করা যায় না।
এ ক্ষেত্রে ভ্যাকুয়াম ক্লিনার
খুব আস্তে চালিয়ে খেলনার
ওপর
বুলিয়ে
নিলে আলগা ধুলো পরিষ্কার হয়ে যাবে। |
|
• অনেক সময় বড় মুখওয়ালা ফুলদানিতে দুই-তিনটি ফুল রাখতে গেলে ফুলের ডাঁটি কিছুতেই খাড়া থাকে না। দু’টুকরো সেলোটেপ ফুলদানির মুখ বরাবর আড়াআড়ি লাগিয়ে দিন। একটা ছোট্ট চার চৌকো জায়গা হয়ে যাবে। এ বার অনায়াসে ফুল দাঁড় করিয়ে রাখতে পারেন এখানে।
|
• স্টিলের ছাঁকনি অনেক দিন ব্যবহারের পর
ছিদ্রগুলিতে ময়লা জমে বুজে আসে। ছাঁকনিটিকে
কিছু ক্ষণ
আগুনের ওপর ধরুন। জমা ময়লা পুড়ে যাবে।
এ বার
ছাঁকনি ঠুকে নিলে গুঁড়ো ময়লা ঝরে যাবে।
ভাল
করে ধুয়ে ব্যবহার করুন। |
|
|
• পাতিলেবু ব্যবহার করার পর এর খোসা ফেলে দেবেন না। এতে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে পায়ের ফাটা গোড়ালির ওপর ঘষুন। কয়েক দিন ঘষার পরেই দেখবেন গোড়ালির ফাটা অনেক কমে গিয়েছে। |
|