|
|
|
|
হাত নাড়তেই, পড়ল... |
বলে বলে ছক্কা অনেক দেখেছি। এখানেও দেখলাম, কিন্তু তফাত এই, যে ভদ্রলোক
তাকিয়েও দেখলেন না, বলটা পড়ল কোথায়। ইটপাটকেল-এ পরমব্রত চট্টোপাধ্যায়
|
গরম ভাতেও যদি ঢেউ খেলে?
আরও গরম ডাল মেখে খাব।
মুখ যদি ফিরিয়েই নেবেন, তা হলে শিস দিলেনই বা কেন?
আরে, ও সব জীবনের নানা ওঠাপড়া, গায়ে মাখলে চলে?
ফ্রিজ-এর আলোয় পড়তে ভালবাসেন কী?
লঙ্কার ঠোঙায় বাসি খবর।
যে চুলোয় যাচ্ছে, তাকে শেষ অ্যাডভাইস কী দেবেন?
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এ বার...
স্টেশনে অপেক্ষা করছেন, হঠাৎ কাঁধে একটা হাত। কী বলল সে?
কোথাও যাচ্ছেন?
আপনার এক্স-রে করলেই একটা নীল স্পট দেখা যায়। সেটা কী?
নীলকণ্ঠের আহরিত বিষবিন্দু।
আপনি শেষ বার যখন হাত নাড়লেন, কী হয়েছিল?
পড়েছিল... লাশ।
|
সাক্ষাৎকার: অনির্বাণ ভট্টাচার্য
অলংকরণ: দেবাশীষ দেব |
|
|
|
|
|