টুকরো খবর
স্ত্রী-শাশুড়িকে খুন করে হাজতে যুবক
পারিবারিক বিবাদের জেরে স্ত্রী ও শাশুড়িকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই খুনের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতদের নাম তাপসী চৌহান (৩৮) ও আশা বর্মন (১৯)। আলিপুরদুয়ারের পশ্চিম জিৎপুর এলাকায় তাঁদের বাড়ি। ওই খুনের ঘটনায় পুলিশ আশা দেবীর স্বামী উজ্জ্বল বর্মনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে উজ্জ্বলের সঙ্গে আশা দেবীর বিয়ে হয়। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না-হওয়ায় আশা দেবী সম্প্রতি বাপের বাড়িতে ফিরে আসেন। খুনের দিন রাতে তাপসী দেবীর মূক ও বধির স্বামী গঙ্গা চৌহান লোকজনকে ডাকাডাকি করে বাড়িতে ডেকে আনেন। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা খোঁজাখুজি করতে গিয়ে বাড়ির পিছনে মৃতদেহ দুটি দেখতে পান। প্রাথমিক তদন্তের জন্য আশার স্বামী উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে রাতভর পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে সে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের সন্দেহ, আশা দেবীকে খুনের পরে পালানোর সময়ে তাপসী দেবী সম্ভবত উজ্জ্বলকে দেখতে পেয়ে গিয়েছিলেন। তাই প্রত্যক্ষদর্শী প্রমাণ লোপাটের জন্য তাঁকেও খুন করা হয়। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল এ দিন এই প্রসঙ্গে বলেছেন, “ ধৃত ব্যক্তিকে এ দিন আদালতে তোলা হয়। আদালত ধৃত ব্যক্তিকে পাঁচ দিনের জন্য পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।”

মিথ্যা বিবৃতি, বলল বিজেপি
ঋণের দায়ে আত্মঘাতী ধূপগুড়ির আলু চাষি রবিন বর্মন সম্পর্কে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ তুলে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। মৃত কৃষকের পরিবারের কাছে প্রশাসন ১ বস্তা চাল ও তিনটি কম্বল পাঠিয়ে দায় সেরেছে বলে তাঁর অভিযোগ। বিষয়টি নিয়ে শনিবার তিনি জলপাইগুড়ির জেলাশাসকের সঙ্গে কথা বলবেন বলে জানান। শুক্রবার ধূপগুড়ির মাগুরমারি গ্রামে মৃত কৃষক রবীন বর্মনের বাড়ি পৌঁছন রাহুলবাবু। আলুর দাম তলানিতে ঠেকায় রবিনবাবু আত্মহত্যা করেন বলে তাঁর দুই ছেলে রাহুলবাবুর কাছে অভিযোগ করেন। বিজেপি’র রাজ্য সভাপতি বলেন, “কৃষি বিপণন মন্ত্রী বলেছেন, রবিনবাবু দুই ছেলে চাকরি করে। পরিবারটি কী অভাবের দিন কাটাচ্ছে তা দেখে গেলাম।”

প্রধাননগরে দেহ উদ্ধার
এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে প্রধাননগর থানার মহানন্দা কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মিনাক্ষী তেওয়ারি (২৬)। ওই এলাকায় তাঁর বাড়ি। মৃতার বাবা হরিসিং তেওয়ারি রেলকর্মী। এ দিন সকালে শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচানো দেহটি উদ্ধার হয়। তবে ওই ঘর থেকে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। মৃতার পরিবারের তরফেও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি রাজ্যের বাইরে মিনাক্ষীর বিয়ের কথার্বাতা চলছিল। তাতে মৃতার সহমত ছিল না। পুলিশ জানিয়েছে, এর জেরেই ঘটনাটি ঘটেছে কী না তা পুলিশ খতিয়ে দেখছে।

গোর্খার নামে নালিশ সিটুর
গোর্খা জনমুক্তি মোর্চার অদূরদর্শী আন্দোলনের জেরেই নকশালাবাড়ি লাগোয়া পানিঘাটা চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবার এই অভিযোগ করল সিটু। শ্রমিকদের বকেয়া পিএফ ও গ্র্যাচুইটি-সহ নানা দাবিতে মোর্চার শ্রমিক ইউনিয়নের আন্দোলনের জেরে গত ২৭ ডিসেম্বর মালিকপক্ষ চা বাগান লকআউট করে চলে যান। তার জেরে চা বাগানের প্রায় ১৪০০ শ্রমিক বিপাকে পড়েছেন। রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের অভিযোগ, “প্রবল ঠাণ্ডার মধ্যে চা বাগানের বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। পাতা তোলা বন্ধ থাকায় শ্রমিকদের আয় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। মহকুমাশাসকের সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত বৈঠক ডাকবেন বলে জানিয়েছেন।” দ্রুত চা বাগানে ত্রাণ ও সরকারি সহায়তা চালুর দাবিতে এদিন সিটুর পক্ষ থেকে চা বাগানে সভা হয়। সভায় প্রাক্তন পুরমন্ত্রী ছাড়াও সিপিএম নেতা জীবেশ সরকার, রাজ্যসভার সাংসদ সমন পাঠক, গৌতম ঘোষ-সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গৌতমবাবু বলেন, “দ্রুত জয়েন্ট লেবার কমিশনারের সঙ্গে দেখা করে চা বাগানে ত্রাণ ও একশো দিনের কাজ চালু করার দাবি জানানো হবে। বাগান খোলার জন্য ত্রিপাক্ষক বৈঠক ডাকার দাবি জানানো হবে।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃতু্য হল সাইকেল আরোহীর। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহরের হাটখোলা এলাকায়। মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর জানান, মৃতের নাম কনক বর্মন (৫০)। তিনি সাইকলে নিয়ে হাটখোলায় রাস্তায় উঠলে একটি বালি ভর্তি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃতু্ হয়। ট্রাকটি আটক করা হয়েছে।

গলা মৃতদেহ উদ্ধার
তোর্সা নদী থেকে অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে ৩১ নম্বর জাতীয় সড়কে হাসিমারা তোর্সা সেতুর কাছে। হাসিমারা আউটপোস্টের ওসি বিভূতি বর্মন জানান, সেতু থেকে তিনশো মিটার দূরে ৩৫-৪০ বছরের এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়।

শিবির
৫ দিনের প্রকৃতিপাঠ শিবির শেষ করল ডুয়ার্সে গয়েরকাটা পরিবেশপ্রেমী সংগঠন আরণ্যক। শুল্কাপাড়া রেঞ্জের খয়েরকাটা বিটের জঙ্গলে এই শিবিরের আয়োজন হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.