নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
কঠোর প্রশাসনিক বার্তা দিতেই জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের অধ্যক্ষকে বদলির সিদ্ধান্ত থেকে একচুলও নড়া হবে না বলে জানিয়ে দিল রাজ্যের কারিগরি শিক্ষা কাউন্সিল। কলেজের অধ্যক্ষের বদলির সিদ্ধান্ত বাতিলের দাবিতে কলেজের ছাত্রদের ক্লাস বয়কট, রিলে অনশন চলছে। এর মধ্যে কাউন্সিলের নির্দেশে শুক্রবারই কলেজের অধ্যক্ষ শুভাশিস মুখোপাধ্যায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কলেজের এক জন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। কাউন্সিলের এই সিদ্ধান্তের পরেও কলেজের ছাত্রছাত্রীরা তাদের বিক্ষোভ জারি রাখায় কলেজের অচলাবস্থা কাটেনি। অধ্যক্ষের বদলি নিয়ে রাজ্য কাউন্সিল এদিন তাদের কঠোর অবস্থান বুঝিয়ে দেওয়ার পরে ছাত্র সংসদ রাতে বৈঠকে বসবে বলে জানা গিয়েছে। কলেজের অচলাবস্থা কাটাতে ছাত্র সংসদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে জলপাইগুড়িতে এসেছিলেন কাউন্সিলের সচিব শুভদীপ চৌধুরী। তিনি বলেন, “ছাত্রছাত্রীরা তাঁদের আবেগের কারণে আন্দোলন করছেন। তবে সরকারি সিদ্ধান্ত মানতেই হবে।” সম্প্রতি রাজ্য কারিগরি শিক্ষা কাউন্সিল জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের অধ্যক্ষের বদলির নির্দেশ জারি করে। কাউন্সিল সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য জুড়েই বিভিন্ন পলিটেকনিক কলেজে যারা দীর্ঘদিন ধরে অধ্যক্ষ রয়েছেন, তাঁদের অন্যত্র বদলির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পরেই জলপাইগুড়ি কলেজে প্রায় ৬ বছর ধরে অধ্যক্ষের দায়িত্বে থাকা শুভাশিসবাবুকে কলকাতার একটি কলেজে বদলির নির্দেশ জারি করা হয়। তার পরেই বদলির সিদ্ধান্ত বদলের দাবিতে সোমবার থেকে ক্লাস বয়কট করে আন্দোলনে নামে কলেজের ছাত্রছাত্রীরা। গত বৃহস্পতিবার থেকে তাঁরা রিলে অনশন শুরু করেছেন। ছাত্রছাত্রীদের দাবি, অধ্যক্ষ সবার সঙ্গে অভিভাবকের মতো মিশতেন। কলেজের পঠনপাঠন থেকে শুরু করে যাবতীয় সমস্যায় তিনি পাশে দাঁড়াতেন। ছাত্র সংসদের সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, “কাউন্সিলের সিদ্ধান্তে আমরা ভেঙে পড়েছি। আমাদের আন্দোলন চলছে। আন্দোলন থেকে সরে আসার কোনও কারণ নেই। রাতে আমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেব।” যাঁকে ঘিরে ছাত্রদের আন্দোলন কলেজের অধ্যক্ষ শুভাশিসবাবু বলেন, “দায়িত্ব হস্তান্তর করে দিয়েছি। আমার কোনও মন্তব্য করা সম্ভব নয়।” |