৫০ বছরে পা দিল সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। শিলিগুড়ির ১ নম্বর ডাবগ্রাম কলোনির ক্লাবের তরফে টানা এক বছর ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে ৫০টি ঢাক বাজিয়ে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে ওই সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হয়। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবার্ষিকী উপলক্ষ্যে সূর্যনগর মাঠে দুঃস্থদের শীতবস্ত্র বিলি করা হয়। ক্লাবের মুখপাত্র তথা শিলিগুড়ি পুরসভার পূর্ত বিভাগের মেয়র পারিষদ কৃষ্ণ পাল জানান, সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও অন্যান্য খেলার আয়োজন ও প্রতিযোগিতা হবে। ক্লাব সূত্রের খবর, বসে আঁকো, নাচ-গানের প্রতিযোগিতাও হবে। কৃষ্ণবাবু জানান, ক্লাবের অন্যতম প্রতিষ্ঠা সদস্য তথা অন্যতম প্রবীণ কংগ্রেস নেতা প্রশান্ত নন্দী নিয়মিত পরামর্শ দিয়ে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ায় এখনও সহযোগিতা করে চলেছেন। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে ফুটবলে নৈপূণ্য দেখিয়েছে ক্লাবের ছেলেরা।
|
শিলিগুড়ির মিত্র সম্মিলনীতে গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি সন্ধ্যা। আয়োজক সংস্থার তরফে উদয় দুবে জানান, প্রতি বছর শীতে ওই অনুষ্ঠান হয়ে থাকে। এ বার ২০ জন আবৃত্তিকার রবীন্দ্রনাথ, জীবনানন্দ ছাড়াও বিভিন্ন আধুনিক কবির কবিতা পাঠ করেন। ওই আবৃত্তিকারদের মধ্যে ছিলেন নির্মল চক্রবর্তী, কল্লোল দে, অমিতাভ কাঞ্জিলাল, দিলীপ দে, অমিতাভ ঘোষ, সোমা ভট্টাচার্য, জবা ভট্টাচার্য, ছন্দা মাহাতো প্রমুখ।
|
শিলিগুড়ির হিমালয়ান ইংলিশ (হাই) স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে গত ১৭ ডিসেম্বর। অনুষ্ঠানে স্কুলের ছেলেমেয়েরা ইংরেজি, হিন্দি, নেপালি ও বাংলা ভাষা সঙ্গীত পরিবেশন করেন। ইংরেজি ও হিন্দিতে নাটক হয়। এ ছাড়াও ছিল বাংলা, নোপালি ও আদিবাসী লোকনৃত্য। ‘বিবিধের মাঝে মিলন মহান’---সমবেত নৃত্য ও সঙ্গীতের পরে অনুষ্ঠান শেষ হয়।
|
আদিবাসী সাংস্কৃতিক সন্ধ্যা হয়ে গেল ২৩ ডিসেম্বর ৪২ নম্বর ওয়ার্ডে নির্মলা পাড়ায়। কালচিনির নিউ লাইট সংস্থা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে সাঁওতালি, ওঁরাও, মুণ্ডা, খেরিয়া সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করা হয়। বড় দিনের আগে ছোট ছেলেমেয়েদের সান্তাক্লজের সাজ ছিল অন্যতম আকর্ষণ।
|