বন্দুকের জাল লাইসেন্স নিয়ে কাজ করার অভিযোগে ঝাড়খণ্ড থেকে এক বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করল সাঁওতালডিহি থানার পুলিশ। উদ্ধার করা হয় একটি দোনলা বন্দুক ও সাত রাউন্ড কার্তুজ। ধৃতের নাম সোমনাথ সাহানি। ঝাড়খণ্ডের চন্দনকেয়ারি থানার মাড়রা গ্রামে তার বাড়ি থেকে পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। শুক্রবার রঘুনাথপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেলা হাজত হয়। বন্দুকের জাল লাইসেন্স চক্রের সন্ধানে নেমে পুরুলিয়া জেলা পুলিশ এই নিয়ে মোট ৩০টি বেআইনি বন্দুক উদ্ধার করেছে। সম্প্রতি পুরুলিয়া শহর থেকে জাল লাইসেন্স চক্রের অন্যতম সদস্য বলে দাবি করে পুলিশ ভাস্কর আভিয়াকে গ্রেফতার করে।
|
দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলেন এক পরিবহণ ব্যবসায়ী। নিতুড়িয়া থানার পারবেলিয়ায় বুধবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর নাম প্রভাত সিংহ। তাঁর পায়ে গুলি লেগেছে। আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। শুক্রবার তাঁর পরিবার পুলিশের কাছে অভিযোগ করেন। প্রভাতবাবুর ভাই সঞ্জীব সিংহের অভিযোগ, “পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। কোনও গাড়ি থেকে দাদাকে গুলি করা হয়।” পুলিশ তদন্ত শুরু করেছে।
|
সহায়ক মূল্যে ধান কেনার কাজে গতি আনার দাবিতে রাস্তা অবরোধ করল এসইউসি’র সারা ভারত কৃষক ও খেত মজুর সংগঠন। শুক্রবার দুপুরে বাঁকুড়া-বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কে বাঁকুড়ার ধলডাঙায় তারা প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে। প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। |