নাটক সমালোচনা...
উৎসবের অচেনা রূপ
কাছে অথচ দূরে। কলকাতা থেকে ৫০ কিলোমিটার। বাংলাদেশ লাগোয়া যমুনা নদীর সেই বিশালতা নেই, আছে শীর্ণ চেহারা। তার কোল ঘেঁষে যে জনপদ নানা ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে, তার নাম গোবরডাঙা। কেউ কেউ বলেন ‘নাটকের আঁতুড়ঘর’। দেশ ভাগের পর দু’দেশের সাংস্কৃতিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত আজও অটুট। শুধু কলকাতা নয়, দেশের সবর্ত্রই গোবরডাঙার নাট্যচেতনা এক বিশেষ সম্মানের যোগ্য স্থান দখল করে নিয়েছে। ১৯৩৬ সালে তৎকালীন সংস্কৃতিসম্পন্ন ও চিন্তাশীল মানুষদের সহায়তায় এখানেই নির্মিত হয় প্রমথনাথ বসু নামাঙ্কিত টাউন হল। যেখানে শুধু এপার বাংলা নয়, ওপার বাংলারও নানা সাংস্কৃতিক আদানপ্রদানের কেন্দ্রবিন্দু হয়ে চিহ্নিত হয়ে আছে। শীতের হালকা কুয়াশায় সাত দিনের গোবরডাঙা উৎসবে যেন ফুটে ওঠে মিনি বাংলার সংস্কৃতি-প্রতিচ্ছবি। বাংলাদেশ থেকে এবার কেউ এই উৎসবে অংশ নেয়নি।
ছবি: অভীক বন্দ্যোপাধ্যায়
সেই ঐতিহ্যকে ধরে রেখেছে বেশ কয়েকটি নাট্যদল। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ‘গোবরডাঙা শিল্পায়ন’। ৩০ বছর অতিক্রান্ত হল। আধুনিক নাট্যচর্চায় নিয়োজিত এই নাট্যদল। সম্প্রতি এক নাট্যমেলাতেও উক্ত সংস্থা বিভিন্ন সাংস্কৃতিক আদানপ্রদানে অগ্রনী ভূমিকা নিয়েছিল। যেখানে অংশ নিতে উপস্থিত হয়েছিল বাংলার বিভিন্ন প্রান্তের নামী অনামী নাট্যদল। সুমন মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, স্বাতীলেখা সেনগুপ্ত প্রমুখ নাট্য-ব্যক্তিত্বদের অনেকেই এখানে আমন্ত্রিত হয়ে উৎসবের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছেন।
তবে অসংখ্য উৎসাহী মানুষের সামনে সে দিন এক উত্তেজনাময় সন্ধ্যা উপহার দিয়েছিল গোবরডাঙা শিল্পায়ন। কী সেই চমক? বাংলার প্রত্যন্ত পুরুলিয়ার গড়জয়পুর থেকে আসা ছৌ নৃত্য। যেখানে ফুটে ওঠে বাংলার সুপ্রাচীন সংস্কৃতির সুদৃঢ় মেলবন্ধন। চল্লিশ মিনিটের এই ছৌ নৃত্যে ধরা পড়ে আপামর বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও মননের সুন্দর প্রতিচ্ছায়া। বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তির আড়ালে ফুটে ওঠে হিংসা ও ধ্বংসের বিরুদ্ধে এক লড়াইয়ের প্রেরণা।
পুতুল নাচ, নাটকের গান, বহুরূপী, ছৌ নৃত্য এ সবই ফিরে ফিরে আসে গোবরডাঙা শিল্পায়নের হাত ধরে, আশিস চট্টোপাধ্যায়, দীপা ব্রহ্ম বা অভীক বন্দ্যোপাধ্যায়দের মতো অসংখ্য নাট্যপ্রেমীর প্রেরণায়। পাশাপাশি জমে উঠেছিল ‘রবীন্দ্রনাথ : আমাদের চিন্তা ও মননে’ বিষয়ক প্রদর্শনী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.