রাস্তা থেকে উদ্ধার মা ও শিশুর ঠাঁই হোমে |
সদ্যোজাত পুত্রসন্তানকে নিয়ে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন মা। শুক্রবার বিকেলে তালদি স্টেশনে ট্রেন ধরতে আসা অনেকের চোখে পড়ে এই দৃশ্য। কনকনে ঠান্ডায় পরিত্রাহী কাঁদছিল রক্তমাখা শিশুটি। সদ্য পৃথিবীর আলো দেখেছে সে। মহিলাকে বছর খানেক ধরেই দেখেছেন স্থানীয় মানুষ। তবে এ দিনের ঘটনায় সকলেই হতকচিত। সুবোধ দে, রঞ্জিত হালদার, অরুণাংশু ঘোষেরা বিষয়টি জানান স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। ওই সংস্থার সদস্যেরা মা-শিশুকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাঁদের পাঠানো হয় সোনারপুরের একটি হোমে। ওই মহিলা অসংলগ্ন ভাবে নিজের সম্পর্কে কিছু তথ্য জানিয়েছেন। বলেছেন, তাঁর নাম পূজা গোস্বামী। বাড়ি শিলিগুড়িতে। ছোটবেলায় মা-বাবা মারা যান। জ্যাঠা বিয়ের ব্যবস্থা করেন। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই স্বামীও মারা যান। শ্বশুর বাড়িতে তাঁকে মারধর করত দেওর-ননদেরা। কিন্তু তালদিতে তিনি কী ভাবে পৌঁছলেন, তা নিয়ে কিছু জানাতে পারেননি ওই মহিলা। কী ভাবে গর্ভবতী হলেন, সে প্রশ্নেরও উত্তর মেলেনি।
স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সামসুল আলম বলেন, “মানসিক ভারসাম্যহীন এমন এক জন মহিলাও মানুষের লালসা থেকে রেহাই পাননি। অত্যন্ত অমানবিক ঘটনা।” সংস্থার তরফে ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, মহিলার চিকিৎসার ব্যবস্থা হবে। কারা তাঁর এই দশা করল, সে ব্যাপারেও খোঁজ-খবর করা হচ্ছে।
|
আইনজীবী নিগ্রহে অভিযুক্ত ২ জনকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম বিদ্যুৎ দাস ও বিপ্লব দাস। এই নিয়ে ১১ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। এই অবস্থায় কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন আইনজীবীরা। বসিরহাট দেওয়ানি আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত মজুমদার বলেন, “পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এই অবস্থায় আমরা কর্মবিরতি তুনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সোমবার থেকে যথারীতি আদালতের কাজকর্ম চলবে।” এনসিসি-র অনুষ্ঠান। সম্প্রতি বসিরহাট কলেজ এনসিসি ইউনিটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের মাঠে ওই অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষ রামলাল রায়। হাজির ছিলেন ব্যারাকপুর থেকে আসা এনসিসি অফিসার-সহ কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা।
|
পুকুরে পুলিশের জিপ, জখম ২ |
কুয়াশায় রাস্তা দেখতে না পাওয়ায় বাঁক ঘুরতে গিয়ে পুকুরের মধ্যে পড়ল পুলিশের জিপ। শুক্রবার ভোরে এই ঘটনায় মিনাখাঁ থানার দুই পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর ৫টা নাগাদ জরুরি প্রয়োজনে পুলিশের জিপটি যাচ্ছিল খড়িবেড়িয়া গ্রামে। অতিরিক্ত কুয়াশার ফলে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল চালকের। ওই সময়ে রাস্তার একটি বাঁক ঘোরার সময়ে রাস্তা বুঝতে না পেরে জিপটি পুকুরে পড়ে যায়। এক কনস্টেবল ও চালক আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
|
উত্ত্যক্ত করার অভিযোগ ঘিরে এক যুবকের উপরে হামলা হল কামারহাটিতে। আক্রান্ত যুবক রাধেশ্যাম রায় কামারহাটি পুরসভার তৃণমূলের এক নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র নিয়ে তাঁকে আঘাত করে কয়েক জন। গুরুতর জখম অবস্থায় তিনি আরজিকরে ভর্তি। এই ঘটনায় শুক্রবার ৫ জন গ্রেফতার হয়। পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে রাধেশ্যামবাবুর মেয়েকে উত্ত্যক্ত করে গুড্ডু নামে এক যুবক। রাধেশ্যামবাবু থানায় অভিযোগ করলে গুড্ডু গ্রেফতার হয়। ছাড়া পেয়ে সে-ই দল নিয়ে রাধেশ্যামকে আক্রমণ করে। কামারহাটির বিধায়ক তথা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, “সিপিএমের দুষ্কৃতীরা এতে জড়িত।” সিপিএম নেতা মানস মুখোপাধ্যায় বলেন, “মূল অভিযুক্ত গুড্ডু মদন মিত্রের সঙ্গেই ঘোরে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।”
|
মাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা |
সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়। বসিরহাটের মালতীপুর স্টেশনে লাগোয়া ফুটবল মাঠে ওই অনুষ্ঠানের প্রথম পর্বে শিশু-কিশোরদের মধ্যে কবিতা, ক্যুইজ, প্রবন্ধ লিখন, ছবি আঁকা প্রতিযোগিতা হয়। দ্বিতীয় পর্বে, বিশিষ্ট জনের উপস্থিতিতে বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হয়। মাধ্যমিকে কৃতীদেরও সংবর্ধনা দেওয়া হয়। |