নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আজ, শনিবার থেকে মেদিনীপুর শহরে শুরু হচ্ছে রাজ্য হস্তশিল্প মেলা। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। মেলা বসছে শহরের কলেজ মাঠে। প্রস্তুতি শেষ। মেলা প্রাঙ্গণ জুড়ে এখন শুধুই সাজো সাজো রব। শনিবার বিকেলে উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত থাকবেন ক্ষুদ্র শিল্প দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া, প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তী প্রমুখ। |
পসরা নিয়ে মেলায় হাজির হস্তশিল্পীরা। |
সব মিলিয়ে ৩১টি স্টল রয়েছে। প্রতিটি জেলার আলাদা স্টল বসেছে। সংশ্লিষ্ট জেলার উপর দিয়ে বয়ে যাওয়া নদীর নামেই স্টলগুলির নামকরণ করা হয়েছে। যেমন, বর্ধমানের স্টলটির নাম রাখা হয়েছে অজয়, উত্তর ২৪ পরগনার ইছামতী, পশ্চিম মেদিনীপুরের সুবর্ণরেখা। জঙ্গলমহলের জন্য পৃথক স্টল রয়েছে। বাঁকুড়ার টেরাকোটা থেকে পুরুলিয়ার ছৌ মুখোশ, সবই এখানে থাকবে। জঙ্গলমহলের হস্তশিল্পীদের উৎসাহ দিতেই এই উদ্যোগ। শুক্রবার সকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা। ইতিমধ্যেই পসরা নিয়ে বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা আসতে শুরু করেছেন। অধিকাংশ শিল্পী এ দিনই মেদিনীপুরে আসেন। |
মেদিনীপুর কলেজ মাঠে চলছে হস্তশিল্প মেলার প্রস্তুতি। |
উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিটি জেলা থেকে গড়ে ৩০ জন করে শিল্পী এসেছেন। পশ্চিম মেদিনীপুরের প্রায় ১০০ হস্তশিল্পী মেলায় যোগ দেবেন। হাতে তৈরি সরঞ্জাম নিয়ে মেলায় বসবেন তাঁরা। আগে কলকাতাতেই রাজ্য হস্তশিল্প মেলা হত। পরে শিলিগুড়িতে এই মেলা হয়েছে। মেদিনীপুরে এমন মেলা এই প্রথম। স্বাভাবিক ভাবেই তাই হস্তশিল্প মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। |