বে-লাগাম মূল্যবৃদ্ধির জমানা শেষের ইঙ্গিত দিয়ে টানা দু’সপ্তাহ কমেছে খাদ্যপণ্যের দাম। সঙ্কোচনের ধাক্কা সামলে এক মাসের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে দেশের শিল্পোৎপাদনও। এই সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে মুদ্রা কেনা-বেচার বাজারে এ বার পায়ের নীচে হারানো জমি ফিরে পাচ্ছে টাকাও। শুক্রবার ডলারের সাপেক্ষে ফের ৯ পয়সা বেড়েছে তার দাম। ফলে, দিনের শেষে এক ডলারের দাম দাঁড়িয়েছে ৫১.৫২/৫৩ টাকা। গত দেড় মাসে যা সর্বোচ্চ।
দেশের অর্থনীতির পক্ষে এই সব সুখবরের দৌলতে এ দিন উত্থানের মুখ দেখেছে শেয়ার বাজারও। ১১৭.১১ পয়েন্ট বেড়ে ১৬,১৫৪.৬২ অঙ্কে থিতু হয়েছে সূচক। বিশেষজ্ঞদের মতে, এই উত্থানে ইন্ধন জুগিয়েছে মূলত তিনটি বিষয়
• খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসার পর রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর সম্ভাবনা
• ইতালি ও স্পেনের বন্ডের সফল নিলামের পর ইউরোপীয় সঙ্কট মেটা নিয়ে ফের নতুন করে দেখা দেওয়া আশার আলো
• চিন বা তাইওয়ান ছাড়া অধিকাংশ এশীয় ও ইউরোপীয় দেশে শেয়ার বাজারের উত্থান
তবে অর্থনীতির এই সব সুখবর বা শেয়ার বাজারের ঊর্ধ্বগতি কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে সংশয় আছে বিশেষজ্ঞদের মধ্যে। কারণ, এ দিনই ফের ইউরোপীয় সঙ্কট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা কৌশিক বসু। তার জেরে জাতীয় আয় বৃদ্ধির হার ৭ থেকে ৭.৫ শতাংশের মধ্যে থমকে যাবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
এই আশঙ্কাকেই আরও উস্কে দিয়েছে ফ্রান্স-সহ কয়েকটি ইউরোপীয় দেশের ক্রেডিট রেটিং কমা নিয়ে জল্পনা। যা অনুযায়ী, মার্কিন মুলুকের মতো এ বার নিজেদের ‘এএএ’ রেটিং হারাতে চলেছে ফ্রান্স। রেটিং কমার সম্ভাবনা আরও কিছু দেশের। অবশ্য এ যাত্রায় জার্মানি, নেদারল্যান্ডস, লুক্সেমবুর্গ, বেলজিয়াম-সহ কয়েকটি দেশ এ বিষয়ে রেহাই পেতে চলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি। |