টুকরো খবর |
আইফোনের জন্য বিক্ষোভ চিনে
সংবাদসংস্থা • বেজিং |
কনকনে ঠান্ডায় রাতভর অপেক্ষা করেও সদ্য বাজারে আসা “আইফোন ৪এস” কিনতে না পেরে দোকান তাক করে ডিম, ঢিল পাটকেল ছুড়লেন ক্রেতারা। ঘটনাটি ঘটেছে আজ সকালে, চিনের সানলিতুন জেলায়। শুক্রবার চিনের বিভিন্ন শহরে অ্যাপলের বিপণি থেকে বিক্রি হওয়ার কথা ছিল এই নয়া ফোন। বৃহস্পতিবার রাত থেকেই সানলিতুনের ওই দোকানের সামনে ভিড় জমতে শুরু হয়। আজ ভোরে লাইন ছত্রভঙ্গ হয়ে যায় প্রচণ্ড ভিড়ে। এই অবস্থায় দোকান খুললে হাঙ্গামা হতে পারে আশঙ্কায় দোকান-কর্তৃপক্ষ জানান, আজ ফোন বিক্রিই করা হবে না। এতেই বেধে যায় বচসা। পরিস্থিতি সামলাতে পুলিশ এলে তাদের সঙ্গেও ক্রেতাদের হাতাহাতি হয়। আহত হন অনেকে। তবে, সাংহাইয়ে দু’টি ও বেজিংয়ে একটি অ্যাপল-বিপণিতে এ দিন অল্প ক্ষণেরই মধ্যেই নিঃশেষ হয়ে যায় এই নয়া ফোন। মসৃণ ভাবেই। তবে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্রেতা-কর্মীদের সুরক্ষার স্বার্থে আপাতত শুধু ইন্টারনেটে এই ফোন কিনতে পারবেন চিনের মানুষ। |
ফের মন্দার মুখে দেশ, উদ্বিগ্ন মুখ্য আর্থিক উপদেষ্টা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আবার একটা মন্দার মুখে দাঁড়িয়ে আছে দেশ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসু আজ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর ধারণা, শিল্পোৎপাদন ঘুরে দাঁড়ালেও চলতি আর্থিক বছরের শেষে বৃদ্ধির হার ৭% থেকে ৭.৫%-এর মধ্যেই থাকবে। কৌশিকবাবুর যুক্তি, “গত বছরের গোড়ায় আশা করেছিলাম ৯% আর্থিক বৃদ্ধি হবে। কিন্তু তেলের দাম ৯০ থেকে ১১০ ডলারে উঠে যায়। তার পরেও যতটা আশা করা হয়েছিল, সেই ভাবে কমেনি তেলের দাম।” ‘গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’ আয়োজিত এক আলোচনাচক্রে আজ কৌশিকবাবু জানান, “ইউরোপের আর্থিক সঙ্কোচন হবে কিনা, তা নিয়ে আমরা খুবই চিন্তিত। আন্তর্জাতিক বাজারের চাহিদা কমে যাওয়ার ফলে রফতানিতে প্রভাব পড়ছে। আসলে একটার পর একটা মন্দা আসছে। ২০০৮-এর পরে আবার মন্দার মুখে দাঁড়িয়ে আছি আমরা।” |
রাজ্যে দ্বিতীয় হাব গড়তে চায় মারুতি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ রাজ্যে দ্বিতীয় ‘হাব’ গড়ার জন্য জমি খুঁজছে মারুতি। বেঙ্গল লিড্স-এর পঞ্চম দিনে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সংস্থার এগ্জিকিউটিভ ডিরেক্টর (উৎপাদন) আর দয়াল-এর বৈঠকে এই প্রসঙ্গ ওঠে। দয়াল জানান, হাবটি গড়তে পানাগড়ে ৬০ একর জমি চান। লগ্নি হবে ১০০ কোটি টাকা। আজ জমি দেখার কথা তাঁদের। প্রস্তাবে খুশি হলেও, রাজ্য চায় প্রথম হাবটি গড়ায় অগ্রাধিকার দিক মারুতি। এ জন্য শিলিগুড়িতে শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগম ও বেঙ্গল সৃষ্টির যৌথ উদ্যোগে তৈরি শিল্পতালুকে ৩৫ একর নিয়েছে সংস্থা। পাথর্বাবু বলেন, “নানা জায়গায় ওরা হাব গড়ছে। সেগুলি কতটা জমিতে, কী ভাবে হচ্ছে ও ৩৫ একরের কমে হবে কি না, জানতে চেয়েছি।” শিলিগুড়ির প্রকল্প এগোলে দ্বিতীয়টি নিয়ে ভাবা হবে, জানান তিনি। |
কোল ইন্ডিয়ায় ২৫% বেতন বৃদ্ধিতে সায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কর্মীদের বেতন ২৫% বাড়াতে রাজি হলেন কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ। শীঘ্রই এ নিয়ে কর্তৃপক্ষ ও কর্মী ইউনিয়নগুলির মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। এর ফলে বছরে সংস্থার বাড়তি খরচ হবে প্রায় ৪ হাজার কোটি টাকা। উপকৃত হবেন ৩.৭ লক্ষ কর্মী। নয়া চুক্তি গত ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। চাকরির অন্য কিছু শর্তের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হবে আগামী বৈঠকে। বেতন সংশোধন প্রসঙ্গে অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জীবন রায় অবশ্য জানান, “কর্তৃপক্ষ বেতন ও অন্য আর্থিক সুবিধা-সহ ২৫% বৃদ্ধির প্রস্তাব দিলেও, আমাদের দাবি অন্যান্য আর্থিক সুবিধা ৫০% বাড়ানো হোক। অবসরকালীন আর্থিক সুবিধাও ২১% থেকে বাড়িয়ে ৩০% করা হোক।” |
টিডিস্যাটের নির্দেশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিভিন্ন সার্কেলে সময়মতো পরিষেবা শুরু না করায় ইউনিনর, এটিসালাট-সহ একগুচ্ছ টেলি সংস্থাকে কেন্দ্রীয় টেলিকম বিভাগ (ডট) যে জরিমানা করেছিল, শুক্রবার তা খারিজ করল টেলিকম ট্রাইব্যুনাল টিডিস্যাট। এবং ডট-কে নির্দেশ দিল এ পর্যন্ত জরিমানা স্বরূপ নেওয়া টাকা এক মাসের মধ্যে ১২% সুদ-সহ সংস্থাগুলিকে ফেরত দিতে। এক বছরে ৪০০ কোটি টাকা জরিমানার ৩০০ কোটির বেশি ইতিমধ্যেই সংগ্রহ করেছে ডট। |
বিক্ষোভ এয়ার ইন্ডিয়ার পাইলটদের |
শুক্রবার মধ্যরাত থেকে ‘নো পে-নো ওয়ার্ক’ বিক্ষোভে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়ার পাইলটদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, বহু দিন ধরে কোনও বেতন না পেয়েই এই সিদ্ধান্ত। পাইলটদের এক প্রতিনিধি জানান, এ দিন দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে সংস্থার পাইলটদের প্রতিনিধিরা বৈঠকে বসে বিক্ষোভের সিদ্ধান্ত নেন। এর জেরে শনিবার থেকে ব্যাহত হতে পারে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। তবে সংস্থার তরফে কোনও বিক্ষোভের কথা অস্বীকার করা হয়েছে। |
সংক্ষিপ্ত |
স্কট থম্পসন ইয়াহু-র চিফ এগ্জিকিউটিভ অফিসার হয়েছেন। |
|