|
|
|
|
সহকর্মী নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি |
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
দুষ্কৃতীদের গ্রেফতার, অন্যায়ের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে শুক্রবার কর্মবিরতি পালন করলেন মহম্মদবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা। ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রবিউল ইসলাম বলেন, বুধবার যে কায়দায় একদল দুষ্কৃতী অফিসের ভেতরে ঢুকে একজন সরকারি আধিকারিককে নিগ্রহ করেছেন, তারই প্রতিবাদে এদিন সমস্ত অফিসকর্মীরা কর্মবিরতি পালন করেন। সকলেরই দাবি, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, ওই দিন প্রকাশ্য দিবালোকে বহিরাগতদের সরকারি দপ্তরে ঢুকে কর্মী মারধোর ও ভাঙচুরের ঘটনায় ওই অফিসের কর্মীরা নিজেদের নিরাপদ বলে বোধ করছেন না।
বুধবার মহম্মদবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে একটি বালিঘাটের পারমিট পাওয়াকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত। ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ, নিয়মের মধ্যে থেকে পারমিট দেওয়া সত্ত্বেও একদল যুবক অফিসে ঢুকে সংশ্লিষ্ট রেভিনিউ অফিসার দেবদাস গঙ্গোপাধ্যায়কে মারধোর করেন। রবিউলবাবু বলেন, “জরিপের রিপোর্ট অনুযায়ী ওই বালিঘাট তিলপাড়া ব্যারাজ থেকে ৫ কিমিরও বেশি দূরে। কোনও কোনও কাগজে বলা হয়েছে ব্যারাজ থেকে তা ২২ কিমি দূরে। ওটা আসলে হবে ৫.২২ কিমি।” নিয়মের আয়তায় থাকায় জেলা অফিস থেকে আবেদনকারীকে বালিঘাটের অনুমতি দেওয়া হয়। কিন্তু তারপরই ঘটে কর্মীকে মারধোর ও অফিস ভাঙচুরের ঘটনা।
এদিন ঘটনার তদন্ত করতে দপ্তরে পৌঁছেছিলেন মহম্মদবাজার থানার ওসি কল্যাণ মিত্র। কর্মীরা তাঁর কাছে দুষ্কৃতীদের গ্রেফতার ও নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের আশা দুষ্কৃতীদের পরিচয় খুব শীঘ্রই জানা যাবে। |
|
|
|
|
|