জয়দেব মেলা
প্রবল শীতেও থেমে নেই প্রস্তুতি
নকনে ঠান্ডা হাওয়া বইছে। তারই মধ্যে অজয়ের চরে তৈরি হচ্ছে প্রচুর অস্থায়ী স্টল, আখড়া। কেন না কাল, রবিবার মকর সংক্রান্তির দিন থেকে শুরু হচ্ছে জয়দেব মেলা।
তবে বছর দু’য়েক আগে ইলামবাজারের জয়দেব সংলগ্ন অজয়ের চরে এ ভাবে আখড়া, স্টল তৈরি হতে দেখা যেত না। কিন্তু প্রশাসনের তরফে নদের চরে মেলা সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছিল গত বছর থেকে। উদ্দেশ্য, মেলায় আগত মানুষের একটি স্বস্তি দেওয়া। কারণ, প্রতি বছর জয়দেবের রাধাবিনোদ মন্দিরের চার পাশে স্বল্প পরিসরে মেলায় হাজার হাজার স্টল, অস্থায়ী আশ্রম, আখড়ার বাড়বাড়ন্তে নাভিশ্বাস উঠত মানুষদের। যদিও গতবার মেলার একটা অংশকে নদের চরে নিয়ে আসতে সক্ষম হয়েছিল প্রশাসন। তবে কাল থেকে শুরু হওয়া তিন দিনের এই সরকারি মেলার জন্য সেই ব্যবস্থা অনেক বেশি জোরদার বলে দাবি প্রশাসনের।
কাল থেকে শুরু মেলা। শুক্রবার ক্যামেরাবন্দি করেছেন দয়াল সেনগুপ্ত।
একদা জয়দেবের রাধাবিনোদ মন্দিরের মহান্তদের দায়িত্বে থাকা এই মেলা ১৯৮১ সালে সরকার অধিগ্রহণ করে। দিন দিন যে ভাবে মেলা বাড়ছে তার জন্য অন্য উপায় ভাবতেই হত। ইলামবাজারের বিডিও তথা মেলা কমিটির অন্যতম সদস্য অনিরুদ্ধ নন্দী বলেন, “উন্নত পরিকাঠামোর ব্যবস্থা করে এ বারই এই মেলার প্রায় পঞ্চাশ শতাংশই অজয়ের চরে নিয়ে আসা সম্ভব হয়েছে।” পরিকঠামো বলতে, চরে মোরাম দিয়ে রাস্তা, বিদ্যুতের ব্যবস্থা ও শৌচাগার ব্যবস্থা রয়েছে। আর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তার প্রশ্নে বিডিও বলেন, “এ বারই মেলায় যে সব স্টল বসেছে তাদের রাস্তার দু’দিকে দু’ফুট দূরে বসতে বলা হয়েছে। সামনে কোনও অংশ বাড়িয়ে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগুন লাগলে দমকলের ইঞ্জিন সহজে ঢুকতে পারে। নিরাপত্তার জন্য প্রচুর পুলিশি ব্যবস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করা হয়েছে।” এই ঠান্ডার মধ্যে মেলার মজাটা নষ্ট হবে না, তা এলাকার বাসিন্দাদের কথাতেই স্পষ্ট। এ বার প্রথম নদিয়ার শান্তিপুর থেকে আসা নবীন চন্দ্র বা উত্তর ২৪ পরগনার বসিরহাটের অমূল্য দলুই, গীতা মণ্ডলরা বলেন, “ঠান্ডাকে উপেক্ষা করে আগামি তিন-চার দিন মেলায় মেতে উঠতে মানসিক ভাবে প্রস্তুত।” জয়দেবের রাধাবিনোদ মন্দিরের সেবাইত গোরাচাঁদ রায়ও বলেন, “ঠান্ডা মানুষের ঢল নামানো আটকাতে পারবে না।” অজয়ের চরে মেলা সরানোয় সকলেই প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.