ভরদুপুরে চুরি করতে গিয়ে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
ভরদুপুরে বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ধৃত আসরাফুল শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবুনপুর গ্রামে বাড়ি স্বাস্থ্যকর্মী শ্যামলী মণ্ডলের। এ দিন সকালে তিনি নিজের কাজে বেরিয়ে যান। তাঁর ছেলে প্রসেনজিৎ মণ্ডলও বাড়িতে তালা লাগিয়ে কলেজে চলে যান। দুপুরে বাড়ি ফিরে তিনি দেখেন, ঢোকার দরজা ভিতর থেকে বন্ধ। পাঁচিল টপকে ভিতরে যেতেই তাঁর কানে পৌঁছয় ঠুকঠাক আওয়াজ। তিনি চেঁচামেচি করতেই দুই দুষ্কৃতী বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে একটি চারচাকা গাড়িতে উঠে পালায়। ধরা পড়ে যায় শুধু আসরাফুল। ক্ষুব্ধ জনতা এর পরে তাকে বেধড়ক মারধর করে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। ঘটনার তদন্ত করছে মন্তেশ্বর থানা।
|
বাস আটকে বিক্ষোভ ট্রেকার চালকদের |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়া-রানিগঞ্জ রুটে বাস বন্ধ করে বিক্ষোভ দেখালেন ট্রেকার চালক ও কর্মীরা। শুক্রবার বিকাল ৩টে নাগাদ জামুড়িয়ার সিনেমা মোড়ের কাছে ট্রেকার চালকেরা রানিগঞ্জগামী বাস আটকাতে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘণ্টা তিনেক পরেও প্রশাসনের তরফে কোনও উদ্যোগ না হলে বাসকর্মীরা জামুড়িয়া থানায় অভিযোগ জানাতে যান। মহকুমা মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায়ের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বেআইনি ট্রেকার দাপিয়ে বেড়াচ্ছে। এ দিকে, ট্রেকার চালক-কর্মীদের অভিযোগ, এই রুটে পর্যাপ্ত বাস রয়েছে। দু’টি বাসের মধ্যে সময়ের ব্যবধান বাড়াতে হবে। সেই দাবিতেই এ দিন বাস আটকে বিক্ষোভ দেখানো হয়। আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক রাজু অহলুওয়ালিয়ার অভিযোগ, এ দিন সন্ধ্যায় বাসকর্মীরা জামুড়িয়া থানায় অভিযোগ জানাতে গেলে এক পুলিশ আধিকারিক তাঁদের অভিযোগ নিতে চাননি। এডিসিপিকে বিষয়টি জানানো হয়েছে। এ দিন রাত ৮টা পর্যন্ত বাস চালু হয়নি।
|
যৌথ অভিযান চালিয়ে প্রায় ২৭৫ লিটার চোলাই, তিন হাজার লিটার অর্ধেক তৈরি চোলাই, প্রায় তিন হাজার লিটার চোলাই তৈরির উপকরণ-সহ নানা মাদকদ্রব্য বাজেয়াপ্ত করল কালনা থানার পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা। কালনার বেগপুর পঞ্চায়েতের ঘনশ্যামপুর ও কাঁকুরিয়া পঞ্চায়েতের সহজপুর এলাকায় কয়েকটি বেআইনি ভাটিতে বৃহস্পতিবার অভিযান চালায় তারা। চোলাই কারবারিরা অবশ্য পলাতক। পুলিশ জানায়, বাসিন্দাদের থেকে খবর পেয়ে অভিযান চালানো হয়।
|
কংগ্রেস-তৃণমূল জয়ী পূর্বস্থলীর পাঠাগারে |
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
পূর্বস্থলীর উখরা পল্লি উন্নয়ন পাঠাগারের পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন কংগ্রেস-তৃণমূল জোট সমর্থিত প্রার্থীরা। শুক্রবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। দশটি আসনে তৃণমূল-কংগ্রেস জোট সমর্থিত প্রাথীরা ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। গত ৯ বছর পরিচালন সমিতি বামেদের দখলে ছিল। |