টুকরো খবর
উদ্বোধন রঘুনাথপুর উপ-সংশোধনাগারের
অবশেষে উদ্বোধন হল রঘুনাথপুর উপসংশোধনাগার। বুধবার কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী ও স্বনির্ভর গোষ্ঠী মন্ত্রী শান্তিরাম মাহাতো এই সংশোধনাগারের উদ্বোধন করেন। পরে শঙ্করবাবু বলেন, “বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় ঘটিয়ে এত দিন ধরে ফেলে রাখা এই সংশোধনাগার তৈরির কাজ আমরা দ্রুততার সঙ্গে শেষ করেছি।” ৪.১৫ একর জমির উপরে ১৯৮৬ সালে এই সংশোধনাগারটি তৈরির কাজ শুরু হয়েছিল। নির্মাণের দায়িত্বে থাকা পূর্ত দফতর জানিয়েছিল, অর্থ বরাদ্দ না হওয়ায় কাজ আটকে ছিল। নতুন সরকার আসার পরে এক কোটির বেশি টাকা বরাদ্দ হয়। তাতেই কাজ শেষ করা গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা রঘুনাথপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (চতুর্থ ফাস্ট ট্রাক কোর্ট) অরূপ বসু বলেন, “উপসংশোধনাগারটি চালু হওয়ার ফলে এলাকার বিচারপ্রার্থীরা যেমন সুবিধা পাবেন, তেমনি প্রশাসনিক ও আইনি জটিলতা কেটে পুরো বিচার পক্রিয়া আরও মসৃন হবে।” কারামন্ত্রী বলেন, “রাজ্যের বাকি সংশোধনাগারগুলির মতোই এই সংশোধনাগারে যারা থাকবে তাদের পড়াশোনা, খেলাধূলা, শিল্পচর্চা করার ব্যবস্থা থাকছে। সংশোধনের পরে তারা যাতে সহজে সমাজের মূলস্ত্রোতে ফিরতে আমরা সেই ব্যবস্থা করছি।” শান্তিরামবাবু বলেন, “রঘুনাথপুর মহকুমা পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে।” পরে তাঁরা সংশোধনাগারটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী, আইজি (কারা) রণবীর কুমার, রঘুনাথপুরের এসডিও আবিদ হোসেন প্রমুখ। এত দিন রঘুনাথপুর আদালতের বিচারাধীন বন্দিদের পুরুলিয়া জেলা সংশোধনাগারে রাখা হত। ফলে বন্দিদের পুরুলিয়া থেকে রঘুনাথপুরে আনা নেওয়া করতে পুলিশ ও প্রশাসনের সমস্যা হত। সেই সঙ্গে বন্দি পালানোর ঝুঁকিও ছিল। বন্দিদের সঙ্গে দেখা করতে আত্মীয়দের পুরুলিয়ায় যেতে হত।

ধান কেনার দাবি, অবরোধ
চালকলগুলির বিরুদ্ধে এ বার ধান কেনা নিয়ে গড়িমসি করার অভিযোগ তুলল সিপিআইয়ের কৃষক সংগঠন কৃষক সভা। প্রতিবাদ জানাতে বুধবার ছাতনা থানার খড়বনামোড়ে পুরুলিয়া-বাঁকুড়া রাস্তা সংগঠনের কর্মী-সমর্থকরা প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করেন। সংগঠনের ছাতনা ব্লক সভাপতি মুক্তারাম আচার্যের অভিযোগ, “চালকলগুলি ধান কিনতে অনেক সময় গড়িমসি করছে। সমবায়গুলির মাধ্যমে সরকার এখনও ধান কেনার কাজ শুরু করতে পারেনি। এই পরিস্থিতিতে চাষিরা ঘোর সঙ্কটে পড়েছেন।” যদিও এই অভিযোগ, মানতে রাজি নয় চালকল মালিকরা। তাদের সংগঠনের জেলা সম্পাদক সুনীল সিংহের দাবি, “সরকারি নির্দেশ মেনে জেলা সব চালকলে চাষিদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। কোথাও গড়িমসি করার অভিযোগ নেই।”

‘খুনের চেষ্টা’, গ্রেফতার স্বামী
স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইঁদপুর থানার বগা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিঠুন বাউরি। বুধবার ভোরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এদিনই ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দন জেলহাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বগা গ্রামের বাসিন্দা মমতা বাউরি তাঁর স্বামী মিঠুন বাউরির বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে অভিযোগ দায়ের করেন। মমতাদেবীর অভিযোগ, “বছর চারেক আগে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী প্রায় দিনই মদ্যপ অবস্থায় মারধর করেন। রবিবার রাতে আমাকে মারধরের পর গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা করেছিলেন।” রাতে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।”

শেষ হল মেলা
মুকুটমণিপুর মেলা শেষ হল মঙ্গলবার। কংসাবতী নদীর তীরে এই মেলা শুরু হয়ে ছিল ২ দিন আগে। মেলার মূল মঞ্চে প্রতিদিনই ছিল বিভিন্ন অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেছেন। রাতে ছিল কলকাতার শিল্পীদের অনুষ্ঠান। ওডিশার শিল্পী অনুপ মহান্তি এবং কলকাতার শিল্পী পল্লব কীর্তনীয়ার গান দিয়ে ওই দিন অনুষ্ঠান শেষ হয়।

পুরুলিয়া বইমেলা
পুরুলিয়া জেলা বইমেলা শুরু হচ্ছে আগামী ২৩ জানুয়ারি। পুরুলিয়া শহরের হিলভিউ ময়দানে সাত দিন ধরে এই মেলা চলবে। ডিসেম্বর মাসের শেষ মেলা হওয়ার কথা থাকলেও এ বার পিছিয়ে গিয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মেলা আয়োজনের প্রস্তুতির কাজে ও নানা কারণে দেরি হওয়ায় মেলা কিছুটা দেরিতে করা হচ্ছে।

প্রতিযোগিতা

যুব সংসদ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠল পুরুলিয়া জেলার ছয়টি স্কুল। তিনটি মহকুমার দু’টি করে স্কুল নির্বাচিত হয়। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি জানান, আজ বৃহস্পতিবার যুব দিবসে এই যুব সংসদের চূড়ান্ত প্রতিযোগিতা হবে জেলা শিক্ষক-শিক্ষণ কেন্দ্রের প্রেক্ষাগৃহে।

অভিযুক্তদের ধরার দাবি তৃণমলের
দলীয় কোন্দলে মৃত গোলাম শেখের হত্যাকারীদের ধরার দাবি তুলল তৃণমূল। একই সঙ্গে এলাকায় শান্তি ফেরানোর দাবিতেও বুধবার কুম্ভস্থল থেকে জয়পুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার শান্তি মিছিলও করলেন ওই দলের কার্যকরী সভাপতি দিলীপ খাঁ ও তাঁর অনুগামীরা। জয়পুর বাসস্ট্যান্ডে একটি সভাও করেন তাঁরা। ৫দিলীপবাবু বলেন, “গোলাম শেখের হত্যাকারীরা এখনো জয়পুরে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের ধরছে না। এরকম চলতে থাকলে আমরা ভবিষ্যতে থানা ঘেরাও কর্মসূচী নিতে বাধ্য হব।”

ফের হাজতে তেলুগু দীপক

মাওবাদী নেতা তেলুগু দীপকের পুরুলিয়ার দু’টি মামলায় জামিনের আবেদন মঞ্জুর হল। কিন্তু তাঁর পক্ষে এ দিন কেউ আদালতে বন্ড জমা দেননি। বিচারক ফের তাঁকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। বুধবার পুরুলিয়া আদালতে ওই মাওবাদী নেতাকে তোলা হয়েছিল। তাঁর আইনজীবী সাগর মণ্ডল বলেন, “আড়শার কাঁটাডি পুলিশ শিবির থেকে অস্ত্র লুঠ ও বান্দোয়ান থানা এলাকায় একটি বিস্ফোরণের মামলায় তিনি অভিযুক্ত। কিন্তু এ দিন তাঁর হয়ে আদালতে বন্ড জমা না করা যায়নি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.