কিশোরীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
এক কিশোরীকে বেহুঁশ করার ওষুধ খাইয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সমীর মান্না ওরফে রাজু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার রত্নেশ্বরপুরে। ধৃতের বাড়ি কলকাতার ঠাকুরপুকুর এলাকায় বলে পুলিশ জানিয়েছে। ওই কিশোরীকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। কিশোরীর করা অভিযোগের ভিত্তিতে সমীরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। |
ডাকাতির অভিযোগে ধৃত, মিলল গাঁজা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ডাকাতির অভিযোগে এক দুষ্কতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, গোলাম মোস্তাফা নামে ওই ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটের কাঁকড়া মির্জানগর গ্রামের পূর্বপাড়ায়। মঙ্গলবার রাতে তাকে কাঁকড়া মির্জানগর রেল স্টেশনের কাছে তাকে গ্রেফতার করে। মোস্তাফার কাছ থেকে সাড়ে তিন কিলোগ্রাম গাঁজা পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পয়লা ডিসেম্বর বসিরহাট থানার খোলাপোতার কাছে রাহারহাটিতে টাকি রোডের পাশে একটি পেট্রোল পাম্পে লক্ষাধিক টাকা ডাকাতি হয়। তদন্ েনেমে পুলিশ পাম্পে লাগানো ক্লোজ সার্কিট টিভির ফুটেজ দেখে গোলাম মোস্তাফাকে শনাক্ত করে। সেই থেকে তার খোঁজ করছিল পুলিশ। মঙ্গলবার রাত ৮টা নাগাদ গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কাঁকড়া মির্জানগর রেল স্টেশনের পাশে এক ব্যক্তির কাছে গাঁজা বিক্রি করতে এসেছে গোলাম। পুলিশ গিয়ে গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।
পুলিশের দাবি, জেরায় গোলাম পেট্রোল পাম্পে ডাকাতির অভিযোগ স্বীকার করেছে। ডাকাতিতে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। |
স্বামী বিবেকান্দের জন্ম সার্ধশতবর্ষে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বনগাঁর স্বামীজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার। গত ৮ জানুয়ারি থেকে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ, ১২ জানুয়ারি ক্লাবচত্বরে স্বামীজির আবক্ষমূর্তিতে মাল্যদান করা হবে। রয়েছে স্বামীজির উপরে আলোচনা সভা, ব্যালে নৃত্য, শ্রুতিনাটক প্রভৃতি। |
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
প্রলোভন ও ভয় দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গোসাবা থানার বিপ্রদাসপুরের বাসিন্দা পুলিনবিহারী মান্না নামে ওই প্রৌঢ়কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী এক নাবালিকাকে প্রলোভন ও ভয় দেখিয়ে মাস খানেক ধরে ধষর্ণ করছিল ওই প্রৌঢ়। এতে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। নাবালিকাটিও বাড়ির লোককে সব ঘটনা জানায়। এর পরেই সোমবার ওই নাবালিকার বাবা সমস্ত বিষয়টি জানিয়ে গোসাবা থানায় ওই প্রৌঢ়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার পরেই পুলিশ পুলিনবিহারীকে গ্রেফতার করে। |
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁর সুকপুকুরিয়া মাঠ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের শরীরে কোনও ক্ষতচিহ্ন ছিল না বলে পুলিশ জানিয়েছে। তাঁর নাম কার্তিক বিশ্বাস (২৫)। বাড়ি বাগদার পাথুরিয়া গ্রামে। বুধবার সকালে বাসিন্দারা মাঠের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানায়, মৃতের পরনে ছিল জিনসের প্যান্ট ও কালো জ্যাকেট। গলায় মাফলার জড়ানো ছিল। পুলিশের অনুমান, কার্তিক আত্মহত্যা করেছেন। |