টুকরো খবর
কৃষকসভার অবরোধ
ন্যায্য মূল্যে ধান কেনা-সহ বেশ কয়েক দফা দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পথ অবরোধ করল সিপিআইয়ের কৃষক সংগঠন ‘সারাভারত কৃষকসভা’। এ দিন সকালে মেদিনীপুরের কেরানিচটি, খড়্গপুর গ্রামীণের মোহনপুর, ডেবরা, নারায়ণগড়ের মকরামপুর, খাকুড়দা-সহ জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়। কোথাও জাতীয় সড়কের উপরে অবরোধ হয়, কোথাও বা রাজ্য সড়কের উপরে। পথ অবরোধের জেরে সংশ্লিষ্ট পথে যানজটের সৃষ্টি হয়। মকরামপুরের অবরোধে নেতৃত্ব দেন মেদিনীপুরের সাংসদ প্রবোধ পাণ্ডা, খাকুরদায় অশোক সেন, ডেবরায় কৃষকসভার জেলা সম্পাদক বিমল ভট্টাচার্য। জেলা সম্পাদক বলেন, “সব মিলিয়ে ১৪টি জায়গায় অবরোধ হয়েছে। সহায়ক মূল্যে ধান কেনার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু ধান কেনার গতি অত্যন্ত শ্লথ। ফলে কৃষকেরা সমস্যায় পড়ছেন। এ বার ফলন ভাল হয়েছিল। কিন্তু সরকারি উদাসীনতায় বাজারে দাম নেই। তাই, অভাবি বিক্রি শুরু হয়েছে।” এ দিন কেরানিচটিতে অবরোধ চলাকালীন তৃণমূল-কর্মীরা জোর করে অবরোধ তোলার চেষ্টা করে বলেও অভিযোগ কৃষকসভার। শেষমেশ অবরোধের জায়গা বদল করা হয়। সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা বলেন, “সর্বত্র সন্ত্রাস চলছে। জোর করে অবরোধ তোলার চেষ্টা হয়েছে। এ ঘটনা নিন্দনীয়।” তৃণমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে। জেলা তৃণমূলের এক নেতা বলেন, “বুধবার সকালে শহরে ঢোকার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করা হয়েছিল। যানজটের আশঙ্কায় স্থানীয় মানুষই প্রতিবাদ করেন। এ ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।”

দাসেরবাঁধ মামলা দায়রায় গেল না
দাসেরবাঁধের কঙ্কাল-মামলা বিচারের জন্য বুধবারও মুখ্য বিচারবিভাগীয় আদালত (সিজেএম) থেকে দায়রা আদালতে গেল না। নানা আইনি প্রশ্নে এ দিন মেদিনীপুর সিজেএম আদালতে সরকার ও অভিযুক্তপক্ষের আইনজীবীদের মধ্যে দীর্ঘক্ষণ তর্ক-বিতর্ক হয়। অভিযুক্তপক্ষের তোলা কয়েকটি প্রশ্নের প্রেক্ষিতেই মামলটি দায়রা আদালতে পাঠানোর দিন পিছিয়ে দেন বিচারক কল্লোল দাস। শুক্রবার ফের শুনানির দিন ধার্য হয়। জেলবন্দি দুই অভিযুক্ত শেখ সইফুল ও গণেশ ঢেঁকি ন’বছর আগে ঘটনার সময়ে ‘অপ্রাপ্তবয়স্ক’ ছিলেন বলে এ দিন আদালতে দাবি করেন অভিযুক্তপক্ষের আইনজীবী অমিতাভ গঙ্গোপাধ্যায়। তাঁদের ঠিক বয়স জানতে পৃথক শুনানির দিন ধার্য করার আবেদন করা হয়। সরকারপক্ষের আইনজীবী অর্ধেন্দু সাহা অবশ্য দাবি করেন, দু’জনেই ঘটনার সময়ে প্রাপ্তবয়স্ক ছিলেন। তাঁর বক্তব্য, মামলার দায়রা-বিচার পিছিয়ে দিতেই অভিযুক্তপক্ষের তরফে নতুন নতুন প্রশ্ন তোলা হচ্ছে। শুক্রবার ওই দুই অভিযুক্তের বয়স-সংক্রান্ত শুনানি হবে। বয়স যাচাই করতে আজ, বৃহস্পতিবার তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল টেস্টে পাঠানোরও নির্দেশ দেন বিচারক।

‘মাওবাদী’ সন্দেহে আটক
তৃণমূল-ঘনিষ্ঠ জনজাগরণ মঞ্চের নেতা নিশীথ মাহাতোর নেতৃত্বে সন্দেহভাজন দুই ‘মাওবাদী’কে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন মঞ্চের লোকজন। বুধবার জামবনির পানপাড়ায় খগেন পাতর নামে এক ব্যক্তির বাড়ি ঘেরাও করেন মঞ্চের লোকেরা। মাওবাদী-ঘনিষ্ঠতার অভিযোগে ওই বাড়ি থেকে খগেন ও অজিত শীটকে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অজিতের বাড়ি শিরষি গ্রামে।২০১০-এর জুলাই মাসে জামবনির কেন্দডাংরি পঞ্চায়েতের বিরোধী জোটের নির্দল প্রধান সৌমেন ভগত ও তাঁর সঙ্গী কমল মাহাতোকে অপহরণ করে খুন করে সন্দেহভাজন মাওবাদীরা। ওই ঘটনায় অভিযুক্ত হয়ে খগেন গ্রেফতার হয়েছিলেন। মাস তিনেক জেলে থাকার পর তিনি জামিনে ছাড়া পান। নিশীথের দাবি, জেল থেকে ছাড়া পাওয়ার পরে খগেন ফের মাওবাদীদের সঙ্গে যোগাযোগ করছিলেন। এ দিন ভোরে পানপাড়া গ্রামের বাড়িতে খগেন ও অজিতেরা কয়েক জন মাওবাদীর সঙ্গে গোপন বৈঠক করছিলেন বলে নিশীথদের দাবি। খবর পেয়ে মঞ্চের লোকজন পৌঁছতেই অন্যরা পালায়। খগেন ও অজিতকে আটক করে জামবনি থানায় খবর দেন মঞ্চের লোক। পুলিশ দু’জনকে থানায় নিয়ে যায়।

মহিলার অস্বাভাবিক মৃত্যু, ধৃত স্বামী
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নান্টুকুমার বরকে বুধবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি এগরা থানা এলাকার দুবদা গ্রামের। পুলিশ জানিয়েছে, গত ৬ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় সুলেখা বর নামে ওই মহিলাকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় তাঁর শ্বশুরবাড়ির লোক। ওই রাতেই মৃত্যু হয়েছিল সুলেখাদেবীর। তার দু’দিন পর, গত ৮ জানুয়ারি মেয়ের শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এলাকার কলাপুঞ্জা গ্রামের বাসিন্দা অধীরকুমার মন্ত্রী। স্বামী ধরা পড়লেও বাকিরা পলাতক। অধীরবাবুর অভিযোগ, অতিরিক্ত পণের দাবিতে বিয়ের পর থেকেই সুলেখাদেবীর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত তাঁর শ্বশুরবাড়ির লোক। তা সহ্য করতে না পেরে ওই মহিলা কীটনাশক খেয়েছিলেন বলে অভিযোগ।

কাঁথিতে আলোচনাচক্র
ইউজিসি-র অর্থানুকূল্যে কাঁথি প্রভাতকুমার কলেজে ৮ দিন ধরে জাতীয় ও রাজ্যস্তরের চার-চারটি সেমিনার শেষ হল বুধবার। গত ৪ জানুয়ারি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে হয় ‘গ্রামীণ উন্নয়ন ও জনগণের অংশগ্রহণ’ সেমিনার। ৬ জানুয়ারি অর্থনীতি বিভাগের ‘নগর প্রশাসন: সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনাচক্র। লেসার আবিষ্কারের ৫০-বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনাচক্র হয় ৮ ও ৯ জানুয়ারি। বুধবারের বিষয় ‘ভারতীয় ইংরাজি সাহিত্যে রাষ্ট্রীয় উপস্থাপনা’।

অবস্থান-কর্মসূচি
পুনর্বাসন ও চাকরির দাবিতে অবস্থান কর্মসূচী পালন করল হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত কল্যান সমিতি। বুধবার টাউনশিপে বন্দরের প্রধান প্রশাসনিক ভবন জহর টাওয়ারে কাছে অবস্থানে বসেন তাঁরা। পুলিশ জানায়, বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকার পাঁচশো মিটার দুরত্বে ১৪৪ ধারা জারি হয়েছে।

বার্ষিক সম্মেলন
তৃণমূল শিক্ষা সেলের ঘাটাল ব্লকের দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত রবিবার। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ওই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী, বিধায়ক শঙ্কর দোলই, খড়ার পুরসভার চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়-সহ অন্যরা। ঘাটাল ব্লকের প্রায় ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন সম্মেলনে। সংগঠনের সভাপতি হিসাবে দেবাশিস মুখোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক হিসাবে তাপস মণ্ডলকে মনোনীত করে ১৮ জনের একটি কমিটি গঠন করা হয় সম্মেলনে।

বিক্ষোভ
নায্য মুল্যে ধান কেনা ও তৃনমূল প্রধানের অসাংবিধানিক কার্যকলাপের অভিযোগে বিডিওকে ঘেরাও করল বিজেপি। বুধবার মহিষাদল ব্লক বিজেপির তরফে বিডিও বুলান ভট্টাচার্যকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.