|
|
|
|
জন্মসার্ধশতবর্ষে চার মহকুমায় নানা অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আজ, বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মজয়ন্তী। এই উপলক্ষে জেলা জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোথাও বেসরকারি সংগঠন, কোথাও সরকারি উদ্যোগে। দিনটি পালন করার জন্য নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতরও। স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করার কথা বলা হয়েছে। জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার জেলার চারটি মহকুমাতেই প্রভাতফেরির আয়োজন করা হয়েছে। মেদিনীপুর শহরের কলেজ মাঠ থেকে শুরু হবে প্রভাতফেরি। পরে তা বটতলাচকে পৌঁছবে। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হবে। খড়্গপুরেও আলাদা ভাবে দু’টি প্রভাতফেরি বেরোবে। ঘাটালে বিদ্যাসাগর হাইস্কুল মাঠ থেকে শুরু হবে প্রভাতফেরি। স্কুলের ছাত্রছাত্রীরাই এতে যোগ দেবে। ঝাড়গ্রাম শহরেও প্রভাতফেরির আয়োজন করা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সংঘমিত্র মাকুড় বলেন, “জেলার চারটি মহকুমাতেই প্রভাতফেরি হবে। এ ছাড়া, প্রতিটি স্কুলেও দিনটি পালন করা হবে।” শুধু এ দিনই নয়, বিবেকানন্দের সার্ধশত জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছর ধরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নানা অনুষ্ঠান হবে বলে শিক্ষা দফতর সূত্রে খবর। এ জন্য প্রতিটি স্কুলে নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে আঁকা, বিতর্ক ও তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগিতা আয়োজনের কথা বলা হয়েছে। পরে জেলাস্তরেও এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। তবে, বৃহস্পতিবার ছুটি ঘোষণা হয়েছে। তাই, বুধবারই জেলার কিছু স্কুলে বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। ছাত্রছাত্রীদের কাছে বিবেকানন্দের জীবনাদর্শের কথা তুলে ধরেন শিক্ষকেরা। |
|
|
|
|
|