|
|
|
|
আজ ফের সিউড়ির স্ট্যান্ড থেকে ছাড়বে বাস |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
আজ বৃহস্পতিবার থেকে ফের সিউড়ি বাসস্ট্যান্ড থেকে বাস চালানো শুরু হচ্ছে। সিউড়ি বাসস্ট্যান্ড থেকে অবৈধ দখলদার দোকানিদের সরিয়ে দেওয়ার পরে জেলা প্রশাসন বাস মালিক ও কর্মীদের আবদারপুরের অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে সিউড়ি বাসস্ট্যান্ডে ফিরে আসতে নির্দেশ দিয়েছে। অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভুমি সংস্কার) শ্যামাশিস রায় বলেন, “সিউড়ি বাসস্ট্যান্ডে বেদখলদার দোকানিদের দ্রুত সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বাস মালিকদেরও ফের সিউড়ি বাসস্ট্যান্ডে ফিরে আসতে বলা হয়েছে।” বুধবার সন্ধ্যায় সিউড়ি বাস মালিক সমিতির সভাপতি গৌতম মুখোপাধ্যায়, আইএনটিইউসি নেতা মৃণাল বসু বলেন, “পুরকর্তৃপক্ষ ও প্রশাসনের উদ্যোগে সিউড়ি বাসস্ট্যান্ড চত্বর থেকে অবৈধ দখলদারেরা সরে গিয়েছেন। তাই আমরা ঠিক করেছি, বৃহস্পতিবার থেকে ফের সিউড়ি বাসস্ট্যান্ড থেকেই বাস চালানো হবে।” আবদারপুরের অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে অবশ্য এ দিনই বাস চালানো শুরু হয়। শনিবারের পরে এ দিন ফের বাস চালানো শুরু হওয়ায় স্বস্থি দেখা যায় যাত্রীদের মধ্যে।
শুক্রবার সকালে সিউড়ি বাসস্ট্যান্ডের কাছে নন্দগোপাল মোড়ে বাস থেকে নামার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। ওই ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাস ভাঙুচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা ও রাস্তা বেদখল করে বসে থাকা দোকানগুলি সরানোর দাবিতে বাস মালিক ও কর্মীরা সে দিন থেকেই সিউড়ি থেকে বাস চালান বন্ধ করে দেয়। সে দিন অল্প কয়েকটি বাস বন্ধ থাকলেও শনিবার থেকে সিউড়ি বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ ছিল। ফলে বেকায়দায় পড়ে যান জেলার বাসিন্দারা। বাস মালিক ও কর্মীরা দাবি জানান, অন্য জায়গায় বাসস্ট্যান্ড করা হলে সেখান থেকে বাস চালাতে তাদের আপত্তি নেই। এরপরে প্রশাসন তাদের জানিয়ে দেয়, সিউড়ি শহরের বাইরে আবদারপুরের একটি জায়গা তাঁরা অস্থায়ী ভাবে বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারেন। মঙ্গলবার সেখান থেকে কয়েকটি বাস চালানো শুরু হয়। বুধবার পুরোমাত্রায় বাস চালানো শুরু হয়ে যায়। ফের বাস চলাচল স্বাভাবিক হওয়ায় খুশী হন জেলার বাসিন্দারা। |
দুই চিত্র |
|
|
সিউড়ি বাসস্ট্যান্ডে যখন অস্থায়ী দোকান সরানোর কাজ চলছে, তখন আবদারপুরে
দোকান তৈরির জন্য জায়গা দখল করছেন ব্যবসায়ীরা। বুধবার তাপস বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি। |
|
এ দিকে আবদারপুরের অস্থায়ী বাসস্ট্যান্ডে বাস সরিয়ে নিয়ে যাওয়ার পরে বেদখকারী দোকানিরাও একে একে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে পাততাড়ি গোটাতে শুরু করেন। মঙ্গলবার থেকেই এই কাজ শুরু হয়েছিল। বুধবারও অনেকে সরে যান। তবে, সিউড়ি বাসস্ট্যান্ড থেকে উঠে বেশ কয়েক জন দোকানি এ দিন আবদারপুরের অস্থায়ী বাসস্ট্যান্ডে পসরা নিয়ে বসেন। তাতে বিরক্ত হয়ে পড়েন বাস কর্মী ও যাত্রীরা।
কিন্তু সিউড়ি বাসস্ট্যান্ড থেকে সরে যাওয়া অনেক দোকানিকে এ দিন আবদারপুরের অস্থায়ী বাসস্ট্যান্ডে পসরা নিয়ে বসতে দেখে বাসকর্মীদের একাংশ বিরক্ত হন। বিরুক্ত হন যাত্রীদের একাংশও। তাঁদের বক্তব্য, সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা বেদখল করে একের পর এক দোকান তৈরি হওয়ায় রাস্তা হারিয়ে গিয়েছিল। সে কারণে যানজট যেমন তৈরি হত, তেমনি দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়েছিল ওই রাস্তা। শুক্রবার তার খেসারত দিতে হয়েছে এক মহিলাকে। তবেসিউড়ি বাসস্ট্যান্ড থেকে সরে যাওয়া অস্থায়ী দোকানদারদের বক্তব্য, “অল্প পূঁজি নিয়ে পেটের দায়ে ব্যবসা করতে নেমেছি। সরকারের আমাদের কথাও ভাবা উচিত।” |
|
|
|
|
|