ব্যাঙ্ককর্তা আটক, হয়রানির নালিশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক সমবায় ব্যাঙ্কের কর্ণধারকে আটক করে হয়রান করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বুধবার দুপুরে বর্ধমান আদালত চত্বর থেকে ভাস্কর মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, জেলার বেশ কয়েকটি থানায় ভাস্করবাবুর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে বর্ধমানের বিশেষ আদালতে ১১টি মামলা দায়ের হয়েছে। এ দিন একটি মামলায় আদালতে হাজির হন। সেখান থেকেই পুলিশ তাঁকে বর্ধমান থানায় নিয়ে যায়। ভাস্করবাবুর আইনজীবী সোমা মুখোপাধ্যায়ের অভিযোগ, “প্রতিটি মামলায় আদালতে উপস্থিত থেকেছেন ভাস্করবাবু। খোঁজ না নিয়েই আটক করে পুলিশ তাঁকে হয়রান করেছে।” পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “খবর ছিল, ওই ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই তাঁকে আটক করে হয়েছিল। কিন্তু আদালতে খবর নিয়ে জানা যায়, তিনি ৮টি মামলায় জামিনে মুক্ত রয়েছেন। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কতগুলি গ্রেফতারি পরোয়ানা আছে, তার খোঁজ নেওয়া হচ্ছে।” |
দুই পুলিশ অফিসারের নামে জারি পরোয়ানা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও কাটোয়া |
মাদক সংক্রান্ত মামলায় আদালতে সাক্ষী দিতে না আসায় কাটোয়া জিআরপি-র প্রাক্তন ইনস্পেক্টর বিমলকুমার বিশ্বাস ও মামলার অভিযোগকারী অফিসার এস আই চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বর্ধমানের তৃতীয় বিশেষ আদালত। বিচারক অনন্তকুমার কাপড়ি জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীরকে এই দুই অফিসারকে আগামী শুক্রবারের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করানোর নির্দেশে দিয়েছেন।
সরকার পক্ষের আইনজীবী পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “গত ১৯ জুন কাটোয়া জিআরপি থানার এসআই চণ্ডীচরণবাবু রাত ১০টা নাগাদ জানতে পারেন, ব্যান্ডেল-কাটোয়া ট্রেনে পূর্বস্থলীর মিসবাপুরের বাসিন্দা হবিবুর রহমান গাঁজা নিয়ে কাটোয়ার দিকে আসছেন। তিনি জিআরপি-র কর্মীদের নিয়ে ওই ট্রেনে তল্লাশি চালানোর সময়ে ওই ব্যক্তিকে মোট ১৩ কিলোগ্রাম গাঁজা-সহ গ্রেফতার করেন। এই গাঁজা বাজেয়াপ্ত করার সময় আইন অনুযায়ী উপস্থিত ছিলেন ইনস্পেক্টর বিমলবাবু। ধৃতকে আদালতে হাজির করানো হয়। কিন্তু বারবার আদালতের সমন হাতে পেয়েও ওই দুই পুলিশ অফিসার হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।” কাটোয়া জিআরপি সূত্রের খবর, বিমলবাবু বর্তমানে নদিয়ায় কর্মরত। অপর জন অবসর নিয়েছেন। |
বর্ধমানে শুরু হল কৃষ্ণসায়র উৎসব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কৃষ্ণসায়র উৎসব শুরু হল বুধবার। উদ্বোধন করেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। উৎসব কমিটিক কার্যকরী সভাপতি জয়ন্ত দত্ত বলেন, “গোলাপবাগ ও এই কৃষ্ণসায়র পরিবেশ কাননে এক সময়ে যত্নের অভাবে বহু মূল্যবান গাছ নষ্ট হয়ে গিয়েছে। এখনও যেগুলি রয়েছে সেগুলি সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ উদ্যোগী হতে হবে।” জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “কৃষ্ণসায়র-সহ কয়েকটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য রাজ্য সরকার আট কোটি টাকা বরাদ্দ করেছে। তাই কালনা, কাটোয়া, বর্ধমান-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঢেলে সাজা হবে।” উৎসবের সাংস্কৃতিক উপ-সমিতির আহ্বায়ক প্রকৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, “এ বারের উৎসবে স্থানীয় প্রতিভাবান শিল্পীদের সুযোগ দেওয়া হবে।” |
চাপা পড়ে মৃত ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দেওয়াল চাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে ভাতারের শ্রীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পুরনো দেওয়ালের উপরে উঠে কুল পাড়তে যায় চতুর্থ শ্রেণির ছাত্রী রিঙ্কি খাতুন (৯)। তখনই দেওয়ালটি ধসে পড়ে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে বিকেলে তার মৃত্যু হয়। |