সুনীতি অ্যাকাডেমি স্কুলের ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিল কোচবিহার জেলা প্রশাসন। বৃহস্পতিবার কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী ওই নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের ডিআইকে পুরো বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন জেলাশাসক। জেলাশাসক বলেন, “সুনীতি অ্যাকাডেমির ঘটনা নিয়ে ডিআইকে তদন্ত করে যত দ্রুত সম্ভব রিপোর্ট দিতে বলেছি। সেটা দেখে ব্যবস্থা নেব।” ভিন ধর্মে বিয়ে করায় সহকর্মীদের একাংশের হেনস্থার মুখে পড়ে তিন মাস ধরে ইলোরা ঘোষ নামে এক শিক্ষিকা স্কুলে যেতে পারছেন না বলে অভিযোগ। সংবাদ মাধ্যমে ওই খবর প্রকাশ হতেই সোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার তার জেরেই এই তদন্তের নির্দেশ দেন কোচবিহারের জেলাশাসক।
|
হলদিবাড়িতে যানজট এড়াতে সর্বদল বৈঠক হল। ঠিক হয়েছে, জলপাইগুড়ি-হলদিবাড়ি-দেওয়ানগঞ্জ রাস্তায় রেলগেট থেকে বাজার পর্যন্ত রাস্তার পাশে গাড়ি রাখা যাবে না। বাজারের সামনের রাস্তার ওপর অবৈধ সবজি এবং ফলের দোকান সরানো হবে। মার্কেট কমপ্লেক্স থেকে ক্ষুদিরাম পল্লি পর্যন্ত রাস্তার পশ্চিম দিক দখলমুক্ত করা হবে। পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ বলেন, “সকলেই একমত হয়েছেন।”
|
প্রয়াত হলেন হলদিবাড়ির প্রবীণ প্রাক্তন সাংবাদিক মনোরঞ্জন গুহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৯৮৬ সাল পর্যন্ত তিনি আনন্দবাজার পত্রিকার সংবাদদাতা ছিলেন। এ ছাড়া বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানেও যুক্ত ছিলেন তিনি।
|
৬ রাউন্ড তাজা কার্তুজ-সহ পাইপগান উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ইসলামপুর থানার বলঞ্চায় তিস্তার ক্যানাল সংলগ্ন এলাকা থেকে পুলিশ ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। দুপুরে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। |