নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতাদের নির্দেশেই রায়গঞ্জ কলেজে অধ্যক্ষের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুললেন সিপিএম নেতা তথা প্রাক্তন পুরমন্ত্রী সদস্য অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জে হামলার পর সন্ধ্যায় শিলিগুড়িতে ধিক্কার সভা, মিছিল করে সিপিএম। মিছিলে অশোকবাবু ফেস্টুন হাতে সামিল হয়ে ওই ঘটনার প্রতিবাদ করেন। তিনি বলেন, “সর্বভারতীয় তৃণমূল নেতাদের নির্দেশে রায়গঞ্জে কলেজ অধ্যক্ষের উপর হামলা হয়েছে। তৃণমূলের নেতা তিলক চৌধুরীর নেতৃত্বে ওই হামলা হয়েছে। শিক্ষায় দলতন্ত্র অবসানের কথা বলে অরাজকতা তৈরি করা হচ্ছে। এটা কিছুতেই মানা হবে না। রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করা হবে।” অশোকবাবু জানান, ঘটনা পরেই ধিক্কার মিছিল বার করা হয়। সেই মিছিলে সিপিএম কর্মীরা তো বটেই, ছাত্র, মহিলা এবং সাধারণ মানুষও সামিল হন। একের পর এক ঘটনায় পরিবর্তনের কী অবস্থা তা মানুষ বুঝতে পারছেন। প্রতিবাদ সভায় অশোকবাবু ছাড়াও দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার, ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক শঙ্কর ঘোষ এবং এসএফআইয়ের জেলা সম্পাদক সৌরভ দাস বক্তব্য রাখেন। জীবেশবাবু বলেন, “বৃহস্পতিবার উত্তরবঙ্গের ইতিহাসে কালো দিন। তৃণমূলের কর্মীরা এক ঘন্টারও বেশি সময় ধরে রায়গঞ্জ কলেজে তাণ্ডব চালায়। এক ঘন্টা পরে পুলিশ সেখানে হাজির হয়। পরে তাদের সামনেই হামলা চলেছে বলে আমরা খবর পেয়েছি। কংগ্রেস আমলে শিক্ষাক্ষেত্রে যে সন্ত্রাস তৈরি করা হয়েছিল, সাত মাসেই রাজ্যে ওই পরিস্থিতি ফিরিয়ে নিয়ে এসেছে তৃণমূল।” এসএফআই জেলা সম্পাদক জানান, ঘটনার প্রতিবাদে আজ, শুক্রবার দার্জিলিং জেলার সমস্ত স্কুল, কলেজে কালো দিবস পালন করা হবে। পাশাপাশি এসএফআই কর্মীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধিক্কার মিছিলেও সামিল হবেন। এবিটিএ’র জেলা সম্পাদক তমাল চন্দ জানান, শিক্ষাক্ষেত্রে উত্তরবঙ্গ জুড়ে ধিক্কার দিবস পালন করা হবে। কালো ব্যাজ পড়েও প্রতিবাদ জানাবেন সংগঠনের সদস্যরা। পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষা কর্মী ইউনিয়নের নেতা অরিন্দম বন্দ্যোপাধ্যয় জানান, সংগঠনের তরফে কালো ব্যাজ পড়ে সদস্যরা প্রতিবাদ জানাবেন। আজ, শুক্রবার ছাত্র পরিষদ গোটা রাজ্য জুড়ে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত রাস্তা অবরোধ করা হবে বলে সংগঠনের রাজ্য সভাপতি রাহুল রায় জানিয়েছেন। |