অগ্নি নির্বাপণের ব্যবস্থাই নেই, নার্সিংহোমে নোটিস
গ্নি-সুরক্ষার ব্যবস্থাপনা নিয়ে খড়্গপুর শহরের নার্সিংহোমগুলির পরিদর্শন শেষে উদ্বেগ বাড়ল স্বাস্থ্য দফতরের। অধিকাংশ নার্সিংহোমেই যে অগ্নি-নির্বাপণের ব্যবস্থাটাই নেই! পরিস্থিতি দেখে রেলশহরের ১৩টি নার্সিংহোমকে নোটিস দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা না-হলে সংশ্লিষ্ট নার্সিংহোমগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। তেমন হলে লাইসেন্স বাতিল করাও হতে পারে। পশ্চিম মেদিনীপুরের মুখ্য-স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র-র বক্তব্য, “এ বার থেকে নিয়মিতই পরিদর্শন চলবে। সুরক্ষার বিষয়টি লঘু করে দেখলে সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”
খড়্গপুর শহরের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে বেসরকারি নার্সিংহোমগুলি। কিন্তু, অধিকাংশ নার্সিংহোমেই অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নেই। ফলে, যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। খোদ স্বাস্থ্য দফতরের কর্তারাই এ কথা স্বীকার করছেন। কলকাতার ঢাকুরিয়ায় আমরি-কাণ্ডের পর জেলার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে পরিদর্শন শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর, প্রশাসন ও দমকল মিলে পরিদর্শন চলছে। আগেই শহরের নার্সিংহোমগুলির মালিকদের নিয়ে বৈঠক করেছিলেন খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরি। ওই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়, নার্সিংহোম চালাতে হলে সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরি-র মতো ঘটনা আর যাতে না ঘটে, তার জন্য সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে কী কী করণীয়, তার একটি তালিকাও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে পাঠানো হয়। কিন্তু, পরিদর্শনে গিয়ে দেখা গিয়েছে, সমস্ত নির্দেশিকাই ফাইল-বন্দি হয়ে পড়ে রয়েছে। সুরক্ষা বাড়াতে ন্যূনতম পদক্ষেপ করেননি অধিকাংশ নার্সিংহোম কর্তৃপক্ষ। মঙ্গল ও বুধবার---দু’দিন ধরে খড়্গপুর শহরের ১৩টি নার্সিংহোম পরিদর্শন করা হয়। যৌথ পরিদর্শকদলে ছিলেন মহকুমাশাসক সুদত্ত চৌধুরি, ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস পাল, দমকল বিভাগের ওসি (খড়্গপুর) রবীন্দ্রনাথ সর্দার। প্রথম দিন ৫টি ও দ্বিতীয় দিন ৮টি নার্সিংহোম ঘুরে দেখা হয়। পরিদর্শন শেষে অসন্তুষ্টই দলের সকলে। পরিদর্শকদলের এক সদস্যের কথায়, “অধিকাংশ নার্সিংহোমই সুরক্ষার বিষয়টি লঘু করে দেখছে।”
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সব থেকে খারাপ অবস্থা খরিদা এলাকার একটি নার্সিংহোমের। ঘিঞ্জি এলাকার মধ্যে গড়ে উঠেছে এই নার্সিংহোমটি। যাতায়াতের জন্য সংকীণর্র্ গলি। নার্সিংহোমটিতে ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডারও নেই। ফলে আগুন লাগলে পরিস্থিতির মোকাবিলা প্রায় অসম্ভব। উল্টে আগুন লাগার মতো সব উপকরণই রয়েছে নাসিংহোমে। বেসমেন্টে দাহ্যবস্তুর ছড়াছড়ি। ভিতরেই রান্নাঘর। প্রায় একই অবস্থা মালঞ্চ রোডে একটি নার্সিংহোমের। যৌথ পরিদর্শকদলের এক সদস্য বলেন, “এই নার্সিংহোমটিতে তা-ও সব ব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে।
ঘিঞ্জি এলাকায় গজিয়ে ওঠা নার্সিংহোম
দোতলা থেকে একতলায় আসার জন্য আরও একটি সিঁড়ি করাও যেতে পারে। ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার লাগানো যেতে পারে। কিন্তু খরিদার ওই নার্সিংহোমটি এতটাই অপরিসর এলাকায়, যে ওখানে সব ব্যবস্থা গড়ে তোলা প্রায় অসম্ভব। কী করে নার্সিংহোম হল, সেটাই রহস্য!” খড়্গপুর শহরের এমন অনেক জায়গাতেই বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম গড়ে উঠেছে, যেখানে সহজে দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না। নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে ফায়ার লাইসেন্সও নেই। স্রেফ ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্য দফতরের সার্টিফিকেট রেখেই ‘ব্যবসা’ চলছে।
রেলশহরের মাত্র একটি নার্সিংহোমেরই ফায়ার লাইসেন্স রয়েছে। অন্য নার্সিংহোমগুলির কর্তৃপক্ষ পরিদর্শকদলের সদস্যদের প্রতিশ্রুতি দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা ফায়ার লাইসেন্সের ব্যবস্থা করবেন। শহরের এক নার্সিংহোম মালিকের সাফাই, “কী কী করণীয় তা ঠিক জানতাম না। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব নির্দেশ মতো কাজ করতে।”
পরিদর্শন শেষে যে সংশ্লিষ্ট সকলেই অসন্তুষ্ট, তা তাঁদের কথাতেই পরিষ্কার। খড়্গপুরের মহকুমাশাসক বলেন, “কিছু নার্সিংহোমে এমনকী ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডারটুকুও নেই। ফলে যে কোনও সময়ে অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে।” ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, “বেশ কিছু নার্সিংহোমের ভিতরে দাহ্যবস্তু মজুত করা রয়েছে। এ ভাবে কোনও নার্সিংহোম চলতে পারে না।” অন্য দিকে, দমকলের ওসি বলেন, “বেশ কিছু নার্সিংহোম ঘিঞ্জি এলাকায়। আগুন লাগলে দমকলের গাড়ি ঢুকতেই পারবে না। পর্যাপ্ত জলের জোগানও নেই।” স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শহরের ১৩টি নার্সিংহোমকে নোটিস পাঠানো হয়েছে। এক মাসের মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি রিপোর্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। এক মাস পর ফের সংশ্লিষ্ট নার্সিংহোমগুলিতে পরিদর্শন হবে। কাজ কতটা এগোল, তা খতিয়ে দেখে তার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.