|
|
|
|
থাকবেন বুদ্ধ-বিমান |
পূর্বে আজ শুরু সিপিএম সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আজ, শুক্রবার থেকে তমলুকে শুরু হচ্ছে সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন। দুপুরে নিমতৌড়িতে ৪১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ময়দানে প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে সূচনা হচ্ছে সম্মেলনের। প্রকাশ্য সমাবেশে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু, বিধানসভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এবং দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর আরও দুই সদস্য দীপক সরকার ও দীপক দাশগুপ্ত। সম্মেলন চলবে রবিবার অবধি। তমলুকে দলের জেলা কার্যালয়েই হবে সম্মেলন। সিপিএম সূত্রের খবর, এ বার ৪৬০ জনের মতো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন। তবে, লক্ষ্মণ শেঠ, অশোক গুড়িয়া, অমিয় সাউ, হিমাংশু দাস, বিজন রায়দের মতো জেলার পরিচিত সিপিএম নেতাদের সমাবেশ বা সম্মেলনে দেখা যাবে কি নাসে নিয়ে সংশয় রয়েছে। এই নেতারা নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে সিআইডি তল্লাশির জেরে বেশ কিছু দিন ধরেই প্রকাশ্যে আসছেন না। কেউ কেউ রাজ্যের বাইরে আত্মগোপন করেছেন বলে সিআইডি সূত্রের দাবি। এ বারও নন্দীগ্রাম-কাণ্ডই সম্মেলনে বিঁধতে চলেছে সিপিএম নেতৃত্বকে। লক্ষ্মণবাবু এবং তাঁর গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত জেলা সম্পাদক কানু সাহু পুনর্নির্বাচিত হন কি নাসেটাই দেখার। বিশেষত, সম্মেলনে সূর্যকান্ত মিশ্রের উপস্থিতির সম্ভাবনা জেলা রাজনীতির ভারসাম্যে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সাধারণ সিপিএম কর্মীরা। নব-দের জেল হেফাজত। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে ধৃত নন্দীগ্রামের সোনাচূড়ার সিপিএম নেতা নব সামন্ত এবং তাঁর সঙ্গেই ধৃত গোকুলনগরের সিপিএম কর্মী লালু মাকুড়কে সিআইডি হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার হাজির করা হয়েছিল হলদিয়া এসিজেএম আদালতে। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায়। এই মামলায় ধৃত অন্য ৫ সিপিএম নেতা-কর্মীও রয়েছেন জেলেই। |
|
|
|
|
|