সব কিছু ঠিক-ঠাক চললে আসন্ন আইপিএল মরসুমে সহারা পুণে ওয়ারিয়র্সের বাঙালি ভোট আরও বাড়ছে। সেরা বক্স-অফিস হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় তো থাকছেনই। তিনিই এ বার পুণে ওয়ারিয়র্সে ক্যাপ্টেন কাম মেন্টর। পাশাপাশি বাংলার আরও দুই ক্রিকেটারকে এ বার দেখা যেতে পারে সহারা টিমের জার্সি গায়ে।
এই দুই ক্রিকেটার হলেন অশোক দিন্দা এবং লক্ষ্মীরতন শুক্ল। সৌরভ ইতিমধ্যেই এঁদের নেওয়ার কথা বলেছেন। লক্ষ্মী গত দু’বছর ধরে কলকাতা নাইট রাইডার্সে খুব কম ম্যাচই খেলার সুযোগ পাচ্ছেন। শোনা যাচ্ছে তিনি নিজেও অন্য টিমে চলে যেতে ইচ্ছুক। প্রশ্ন হচ্ছে, কেকেআর ছাড়বে কি? ভেতরে ভেতরে আইপিএলের ট্রান্সফার-পর্ব শুরু হয়ে গিয়েছে। টুকটাক অদলবদল সমস্ত টিমই করছে। নাইট রাইডার্স যেমন শোনা যাচ্ছে ব্র্যাড হাডিনকে ছেড়ে দিতে পারে। দীনেশ কার্তিক কিংস ইলেভেন পঞ্জাব ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। কোচির প্লেয়ারদের জন্যও ঝাঁপাচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। সহারা ম্যানেজমেন্ট লক্ষ্মীর ব্যাপারে কেকেআর-এর সঙ্গে কথা বলেছে। ওয়াকিবহাল মহলে অনেকে মনে করছেন, যেহেতু লক্ষ্মীকে একপ্রকার রিজার্ভ বেঞ্চেই বসিয়ে রাখা হচ্ছে , তাঁকে কেকেআর না ছাড়লে বিস্মিত হতে হবে।
দিন্দা গত বার থেকে কেকেআর ছেড়ে দিল্লি ডেয়ারডেভিলসের প্লেয়ার। তাঁকে নিয়ে ডেয়ারডেভিলসের সঙ্গে কথা বলেছে পুণে ম্যানেজমেন্ট। প্রথম দিকে যথেষ্ট উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গিয়েছিল। কিন্তু সমস্যা তৈরি হয়েছে বরুণ অ্যারণের চোট থাকায়। পেসার দরকার হলে দিন্দাকে ছাড়া ঠিক হবে কি না তা নিয়ে ডেয়ারডেভিলস এখন দ্বিধায়। ছাড়লেও যারা বেশি টাকা দেবে তাদের হাতে দিন্দাকে তুলে দেওয়া হবে কি না সে রকম ভাবনাও তাদের মধ্যে ঘুরছে। দ্রুতই এ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। |