ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শনিবার খেলতে পারছেন না হোসে রামিরেজ ব্যারেটো। মোহনবাগান অধিনায়কের কোমরের চোট সারেনি। ব্যারেটো নিজেই বৃহস্পতিবার সকালে বলেন,“এই ম্যাচে মাঠের বাইরে বসতে কি ভাল লাগে? কী আর করব?”
ইদানিং যে কোনও ম্যাচের আগেই মোহনবাগান কোচের সাংবাদিক সম্মেলনে প্রথমেই জানতে চাওয়া হচ্ছে, চোটের তালিকাটা কী? বৃহস্পতিবারও হল। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের যে তালিকা দিলেন তাতে হোসে ব্যারেটো ছাড়াও নাম আছে সুরকুমার, মনীশ মৈথানি, সুনীল ছেত্রী ও সৌরভ চক্রবর্তীর।
ব্যারেটো না খেলতে পাড়ায় ক্লাব সমর্থকরা আশায় বুক বাধছেন ওডাফা ওকোলি এবং রহিম নবিকে ঘিরে। এ দিন সকালে দেখা গেল, দু’জনের কাছেই গোলের আবেদন জানাচ্ছেন সদস্য-সমর্থকরা। তাদের ভরসা জোগাচ্ছেন হাদসন লিমাও।
শনিবারের মোহন-ইস্ট লড়াই কলকাতা লিগের ম্যাচে। প্রথম দলে রাখতে হবে একজন অনূর্ধ্ব-১৯ ফুটবলার। অভিষেকেই গোল করা মনীশ ভার্গব হয়তো সেই জায়গাটা নেবেন। বহুচর্চিত ডিফেন্সে কিংশুকের পাশে ফিরে আসতে পারেন ড্যানিয়েল। এ দিন প্র্যাক্টিসে হাদসন লিমার কর্নারে হেডে গোল করে ডিগবাজি খেয়ে নিলেন অস্ট্রেলীয় এই ডিফেন্ডার। মোহন টিডি সুব্রত ভট্টাচার্য অবশ্য বললেন, “জেলিনিকে খেলাব কি না এখনও ঠিক করিনি। কাল মাঠে গিয়ে ঠিক করব। শেষ মুহূর্তে দেখে নিতে চাই কে কী অবস্থায় আছে।” প্রাক্টিস করে ফিরে অবশ্য প্রবল জ্বরে আক্রান্ত হয়েছেন সুব্রত। তবে জানালেন আজ শুক্রবার প্র্যাক্টিসে আসবেনই।
বড় ম্যাচে খেলাতে অবশ্য বিশ্বখ্যাত রেফারি এবং ফিফার ‘পোস্টার বয়’ উজবেকিস্তানের রবসন এবং তাঁর স্বদেশীয় দুই সহকারী নিয়ে শহরে আসছেন। দুপুরে যুবভারতী দেখতে যাবেন তিনি। পরে মুখোমুখি হবেন সাংবাদিকদের। ম্যাচ কমিশনার হচ্ছেন প্রাক্তন ফিফা রেফারি প্রদীপ নাগ। এ দিকে মোহনবাগানের দাবি মেনে প্রাক্তন ফিফা রেফারিদের নিয়ে রিভিউ কমিটি করছে আই এফ এ। |