রেফারি নিয়ে আইএফএ-র সঙ্গে মোহনবাগানের তরজা চলছে। সেই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করলেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান।
কলকাতা লিগে নিরপেক্ষ রেফারিংয়ের দাবিতে যখন সরব মোহনবাগান কর্তারা, তখন ওডাফা-ব্যারেটোদের টিমকেই তোপ দেগে দিলেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। বড় ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে মর্গ্যানের কটাক্ষ, “আইএফএ-কে চিঠি দিয়েছে মোহনবাগান। আই লিগে যে রেফারি এই ম্যাচে খেলিয়েছিল (পড়ুন প্রতাপ সিংহ), তাকে দিয়েই কি আবার ম্যাচ করাবে বলে আবেদন করছে!”
কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলের। অন্তত পরিসংখ্যান তো সে দিকেই ঝুঁকে। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে যেখানে শীর্ষে ইস্টবেঙ্গল, সেখানে ৬ ম্যাচে ১১ পয়েন্টে মহমেডানের সঙ্গে দ্বিতীয় স্থানে মোহনবাগান। তাই শনিবারের ডার্বিকে বড় ম্যাচ হিসেবে দেখতে চাইছেন না মর্গ্যান। বরং যা ইঙ্গিত দিলেন, তাতে দলে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহী তিনি। এ দিন অনুশীলনের পরে মর্গ্যান বললেন, “আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। লিগ জিততে ছয় পয়েন্ট লাগবে। সেটা তুলতে হবে। বড় ম্যাচ সমর্থকদের কাছে। আমার কাছে তো আর একটা ম্যাচ মাত্র। মোহনবাগানের বিরুদ্ধে বেশ কিছু ফুটবলারকে বিশ্রাম দিতে পারি।”
ইস্টবেঙ্গলের বহিরঙ্গে ‘ডোন্ট কেয়ারের’ সাইন বোর্ড ঝুললেও, অন্দরমহলের আবহ কী বলছে?
আই লিগের প্রথম পর্বে মোহনবাগানের কাছে ০-১ হার এখনও দগদগে ক্ষত হয়ে রয়েছে মর্গ্যানের টিমে। আরও বেশি করে যন্ত্রণা দিচ্ছে সুব্রত ভট্টাচার্যের কাছে হার। মুখে কিছু বলতে না চাইলেও, বৃহস্পতিবার মর্গ্যানের প্রতিটি অভিব্যক্তি থেকে সেটা ঠিকরে ঠিকরে বেরোচ্ছিল! তবে একটা বিষয় নিয়ে তর্ক হতেই পারে। সুব্রত ভট্টাচার্য না করিম বেঞ্চারিফা, মর্গ্যানের সবচেয়ে বড় কাঁটা কে? মর্গ্যান অবশ্য বুদ্ধি করে এড়িয়ে গেলেন প্রসঙ্গ। বললেন “ফুটবলে হার জিত আছে। তাই কার কাছে হারছি-জিতছি সেটার চেয়ে বড় ব্যাপার হল, মরসুম শেষে রিপোর্ট কার্ড কী বলছে।” |