জুনিয়র দলগত বিভাগে সোনা জিতল রাজ্য টেবল টেনিস সংস্থার মেয়েরা। বৃহস্পতিবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে জুনিয়র এবং যুব জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় দলগত বিভাগের ফাইনালে তারা ৩-০ গেমে উড়িয়ে দিয়েছে তামিলনাড়ুকে। রাজ্য টিটি সংস্থার সুতীর্থা মুখোপাধ্যায়, ঐকা মুখোপাধ্যায়দের কাছে হেরেছে তামিলনাড়ুর নরসিমা প্রিয়, উক্তি রশ্মিদের। সোনা ছাড়াও দলগত বিভাগে একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ এসেছে রাজ্য দলের ঝুলিতে। অন্য দিকে একমাত্র জুনিয়র বিভাগে উত্তরবঙ্গের মেয়েরা সেমিফাইনালে উঠলেও এ দিন সুতীর্থাদের কাছে হারতে হয়েছে তাদের। সেমিফাইনালে খেলার সুবাদে একটি ব্রোঞ্জ এসেছে উত্তরবঙ্গের ঝুলিতে। উত্তরবঙ্গের দুই খেলোয়াড় অঙ্কিতা দাস এবং সৌম্যজিৎ ঘোষ পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ড (পিএসপিবি)-এর হয়ে খেলছেন। যুবদের ছেলে এবং মেয়ে উভয় বিভাগেই পিএসপিবি চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে অঙ্কিতারা রাজ্য টিটি সংস্থার সুতীর্থাদের ৩-০ গেমে উড়িয়ে দিয়েছে। পিএসপিবি’র মনিকা বাত্রা, পুজা সহস্রবুদ্ধে এবং অঙ্কিতার কাছে পর পর ৩ টি ম্যাচ হারতে হয়েছে রাজ্য সংস্থার কৃত্তিকা সিনহা রায়, রূপসা ভট্টাচার্য এবং সুতীর্থাকে। |
জাতীয় জুনিয়র ও ইয়ুথ টিটি প্রতিযোগিতায় মহিলা জুনিয়র বিভাগে
চ্যাম্পিয়ন বাংলা দল। ছবি: বিশ্বরূপ বসাক। |
অন্য দিকে সৌম্যজিৎরা ফাইনালে মহারাষ্ট্র-এ দলকে ৩-০ গেমে উড়িয়ে দিয়েছে। সৌম্যজিৎ, হারমিৎ দেশাই, জি সত্যেন তিন জনেই একটি করে ম্যাচ জিতেছেন। ছেলেদের জুনিয়র এবং যুব বিভাগে রাজ্য দল সেমিফাইনালে পিএসপিবি অ্যাকাডেমি এবং পিএসপিবি দলের কাছে ৩-০ গেমে হেরে গিয়েছে। তাতে দু’টি ব্রোঞ্জ এসেছে। রাজ্য টেবল টেনিস সংস্থার কোচ জয়ন্ত পুষিলাল বলেন, “মেয়েরা জুনিয়র বিভাগে সোনা জেতায় খুশি। মেয়েরা যুব বিভাগে ফাইনালে সে ভাবে খেলতে পারেনি। বিশ্রাম দরকার ছিল।” আজ, শুক্রবার থেকে ব্যক্তিগত বিভাগের খেলা শুরু। উত্তরবঙ্গ দলের কোচ গণেশ কুণ্ডু বলেন, “দলগত খেলায় যুব বিভাগে আমাদের মেয়েরা কোয়ার্টার ফাইনালে পিএসপিবি’র বিরুদ্ধে ২-১ গেমে এগিয়ে থেকেও ৩-২ গেমে হেরে যায়। ছেলেদের বিভাগে কোয়ার্টার ফাইনালে ৩-১ গেমে হারতে হয়েছে আমাদের। জুনিয়র বিভাগেও ছেলেরা নির্ধারক ম্যাচে লড়াই করে ৩-২ গেমে হেরেছে।” জুনিয়র ছেলেদের বিভাগে সেরা বিএসপিবি-অ্যাকাডেমি দল। ফাইনালে তারা দিল্লিকে ৩-০ গেমে উড়িয়ে দিয়েছে। |