নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গত সোমবার থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গিয়েছে। কিন্তু, এখনও মেদিনীপুর শহর ও তার আশপাশ এলাকার বহু ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারেনি। ফলে, উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। ছেলেমেয়ে চলতি শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতে আদৌ ভর্তি হতে পারবে কি না, উদ্বেগ তা নিয়েই। জেলা শিক্ষা দফতর অবশ্য জানিয়েছে, কোনও ছাত্রছাত্রী লটারিতে কোনও স্কুলের পঞ্চম শ্রেণিতে যদি ভর্তির সুযোগ না পায়, তা হলে বিষয়টি লিখিত ভাবে দফতরে জানাতে। সে ক্ষেত্রে ওই পড়ুয়াদের পঞ্চম শ্রেণিতে ভর্তির সুযোগ করে দেবে শিক্ষা দফতরই। দফতরের এই আশ্বাসেও অবশ্য উদ্বেগ কাটছে না। পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়ের অবশ্য আশ্বাস, “উদ্বেগের কিছু নেই। সব ছাত্রছাত্রীই পঞ্চম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।” তাঁর আশা, “চলতি মাসের মাঝামাঝি সব সমস্যা মিটে যাবে।”
পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে শুরুতে জেলার নানা এলাকায় সমস্যা দেখা দিয়েছিল। রাজ্য সরকারের নির্দেশ রয়েছে, কোনও স্কুলে প্রাথমিক বিভাগ থাকলে সেখানকার ছাত্রছাত্রীদের সরাসরি হাইস্কুলে ভর্তি নিতে হবে। অন্য আবেদনকারীদের লটারির মাধ্যমে ভর্তি করতে হবে। কিন্তু, মেদিনীপুর শহরের একাধিক স্কুল কর্তৃপক্ষ ভর্তি-পরীক্ষা নিয়ে নিয়েছিলেন। পরে অবশ্য লটারির মাধ্যমেই সংশ্লিষ্ট স্কুলগুলিতে ছাত্র ভর্তি হয়েছে। জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, খড়্গপুর কিংবা ঘাটালে এ ধরনের সমস্যা বিশেষ হয়ইনি। কিন্তু মেদিনীপুর শহর ও আশপাশের এলাকায় লটারিতে কোনও স্কুলেই ভর্তি হতে পারেনি, এমন বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষা দফতরের এক আধিকারিকের ব্যাখ্যা, “গত দু’-তিন বছরে বহু মানুষ মেদিনীপুর শহর ও তার আশপাশ এলাকায় এসে বসবাস শুরু করেছেন। ফলে, শহরের স্কুলগুলিতে পঞ্চম শ্রেণিতে আসন যত রয়েছে তার চেয়ে বেশি হয়ে গিয়েছে শিক্ষার্থীর সংখ্যা। তাই শহরাঞ্চলে কিছুটা সমস্যা হচ্ছে।” পরিস্থিতি দেখে জেলা শিক্ষা দফতর আগেই জানায়, কোনও ছাত্রছাত্রীর নাম যদি কোনও স্কুলের লটারিতেই না ওঠে, তা হলে বিষয়টি লিখিত ভাবে দফতরে জানাতে। দফতরের উদ্যোগেই তাকে কোনও না কোনও স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে। শিক্ষা দফতর সূত্রে খবর, গত দু’সপ্তাহে এমন আবেদন জমা পড়েছে ৪০৭টি। বুধবারও বেশ কয়েক জন ছাত্রছাত্রীর অভিভাবক এমন আবেদন করেছেন। দফতরের এক আধিকারিকের কথায়, “ধরে নেওয়া যায়, শ’পাঁচেক ছাত্রছাত্রী শহর ও সংলগ্ন এলাকায় থেকে এখনও পঞ্চম শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি।”
তবে এমনও ছাত্রছাত্রী আছে, যারা কোনও স্কুলে ভর্তির সুযোগ পায়নি, অথচ তাদের অভিভাবকরাও বিষয়টি লিখিত ভাবে শিক্ষা দফতরে জানাননি। এমনই এক ছাত্রীর মা-র বক্তব্য, “মেয়ে শহরেরই এক বেসরকারি স্কুলে পড়াশোনা করেছে। কিন্তু, এখনও পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারেনি। এক স্কুলের লটারিতে নাম উঠেছিল। ওয়েটিং-লিস্টের শেষের দিকে নাম থাকায় ভর্তির সুযোগ পায়নি। সবাই খুব উদ্বেগে আছি।” জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, যে সব আবেদন জমা পড়েছে, আগে সেগুলি খতিয়ে দেখা হবে। যারা কোনও স্কুলেই ভর্তির সুযোগ পায়নি, তাদের কোনও না কোনও স্কুলে ভর্তির সুযোগ করে দেওয়া হবে। জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) কথায়, “চতুর্থ শ্রেণি উত্তীর্ণ সব ছাত্রছাত্রীই যাতে পঞ্চম শ্রেণিতে ভর্তির সুযোগ পায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” |