নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই সরিয়ে দেওয়া হল মণিপুরের ডিজিপি ওয়াই জয়কুমার সিংহকে। নির্বাচন কমিশনের নির্দেশের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। তাঁর জায়গায় আনা হয়েছে রত্নাকর বড়ালকে। জয়কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল রাজ্যের বিরোধী দলগুলি। মূলত এই অভিযোগ খতিয়ে দেখেই আজ জয়কুমারকে ডিজিপি পদ থেকে সরানোর নির্দেশ দেন মণিপুর সফররত মুখ্য নির্বাচন কমিশনার এস
ওয়াই কুরেশি।
এ দিকে মণিপুরে প্রাক-নির্বাচনী সন্ত্রাস চলছেই। চলছে গ্রেনেড হানা। জঙ্গিগোষ্ঠীগুলিও রাজ্যের নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করতে উঠে পড়ে লেগেছে। কেসিপি, কেওয়াইকেএল, প্রিপাক, পিআরপিকে, আরপিএফ, ইউএনএলএফ, ইউপিপিকে প্রভৃতি জঙ্গি সংগঠনের মিলিত মঞ্চ, আজ যৌথ বিবৃতি প্রকাশ করে ঘোষণা করেছে, কংগ্রেসের হয়ে কেউ ভোটে লড়লে শাস্তি অনিবার্য। সেই সঙ্গে কেসিপি, ইউএনএলএফ ও মাওবাদীরা মণিপুর নির্বাচনই বয়কট করেছে। গত কাল রাত সাড়ে ১০টা নাগাদ সিংজামেই বিধানসভা এলাকার কংগ্রেস ভবন লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ঘটনায় কেউ
হতাহত হয়নি। গত এক সপ্তাহের মধ্যে, শাসকদলকে লক্ষ্য করে এটি পঞ্চম আক্রমণ।
এই পরিস্থিতিতে, মণিপুর নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে দেখতে আজ দু’দিনের সফরে ইম্ফলে এলেন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। তিনি প্রশাসন ও পুলিশের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও। নাগাল্যান্ড, মিজোরাম ও অসম থেকে আসা নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গেও বৈঠক করেন কুরেশি। জঙ্গি ও দুষ্কৃতীদের চলাফেরা বন্ধ করতে অসম, নাগাল্যান্ড ও মিজোরামের সঙ্গে মণিপুরের সীমানা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে মায়ানমার সীমান্তে আসাম রাইফেল্সকেও আরও সতর্ক থাকতে নির্দেশ দেন। |