সমাজের মূলস্রোতে ফিরে আসার আবেদন জানিয়ে মাওবাদীদের জন্য পুনর্বাসনের নতুন আর্থিক প্যাকেজ ঘোষণা করল ঝাড়খণ্ড সরকার। মৌখিক ঘোষণা নয়, ‘নববর্ষের নয়া দিশা’ শীর্ষক পুনর্বাসনের সবিস্তার আর্থিক প্যাকেজ-সহ খবরের কাগজে বিজ্ঞাপন দিল রাজ্য প্রশাসন। ‘নববর্ষের নয়া দিশা’ র্শীর্ষক সরকারি বিজ্ঞাপনে, একমাসের মধ্যে আত্মসমর্পণ করে সমাজের মূলস্রোতে ফিরে আসার জন্য মাওবাদী জঙ্গিদের কাছে আবেদন জানানো হয়েছে। সরকারি ভাবে বলা হয়েছে, “বিরসা মুন্ডার পূণ্যভূমি ঝাড়খণ্ডের এই মাটি। এই পবিত্র মাটিতে নিজেদের মধ্যে খুনোখুনি করবেন না।” বিদ্যালয় ভবন উড়িয়ে দেওয়া এবং গরিব আদিবাসী মেয়েদের উপর অত্যাচারের মতো কুকর্মের ভাগীদার না-হওয়ার আবেদনও জানানো হয়েছে সরকারি ওই বিজ্ঞাপনে। আবেদনে বলা হয়েছে, “কিছু মাওবাদী নেতা গরিব আদীবাসীদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করে আমজনতার বিরুদ্ধে লড়াই করছে। এতে জন্মভূমির পবিত্রতা নষ্ট ছাড়া আখেরে মানুষের কোনও লাভ হচ্ছে না। বিষয়টি নিয়ে ভাবুন। নতুন বছরে নয়া দিশার পথে পা-বাড়িয়ে এগিয়ে আসুন।”
এই আবেদনের পরই সবিস্তার ব্যাখ্যা করা হয়েছে মাওবাদীদের মূলস্রোতে ফেরার জন্য ঝাড়খণ্ড সরকারের আর্থিক প্যাকেজ। ১১ দফা ওই প্যাকেজে বলা হয়েছে:
(১) পুনর্বাসনের জন্য দেওয়া হবে মাথা পিছু আড়াই লক্ষ টাকা।
(২) আগ্নেয়াস্ত্র-সহ সক্রিয় কোনও মাওবাদী আসমর্পণ করলে তাঁকে দেওয়া হবে অতিরিক্ত আরও এক লক্ষ টাকা।
(৩) আত্মসমর্পণকারী মাওবাদী, পুনর্বাসন সমিতি থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে ভাতা পাবেন। এ ছাড়াও স্বনিযুক্তির জন্য তাঁকে এক বছর পর্যন্ত ব্যবসা-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
(৪) আত্মসমর্পণকারী মাওবাদীকে বাড়ি তৈরির জন্য দেওয়া হবে চার শতক জমি।
(৫) গৃহ নির্মাণের জন্য দেওয়া হবে সর্বাধিক ৫০ হাজার টাকা।
(৬) আত্মসমর্পণকারী মাওবাদী ও তাঁর পরিবার বিনা খরচে সরকারি চিকিৎসার সুবিধা পাবেন।
(৭) আত্মসমপর্ণকারী মাওবাদীর সন্তানরা বিনা খরচে ম্যাট্রিক পর্যন্ত শিক্ষার সুযোগ পাবে।
(৮) মেয়ের বিয়ের জন্যও দেওয়া হবে সরকারি আর্থিক অনুদান।
(৯) যে সব উগ্রবাদীর মাথার দাম ঘোষিত হয়েছে, আত্মসমর্পণ করলে নিজেদের মাথার দামের টাকাটাও তাঁরাই পাবেন।
(১০) আত্মসমর্পণ করার পর উগ্রবাদীদের হাতে নিহত হলে মৃতের পরিবারকে দেওয়া হবে অতিরিক্ত এক লক্ষ টাকা। পরিবারে এক জন সদস্য চাকরিও পাবে।
(১১) স্বনিযুক্তি প্রকল্পে ব্যাঙ্ক থেকে দু’লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুবিধা দেওয়া হবে। ওই টাকার মোট সুদের ৫০% রাজ্য দেবে।
এই বিজ্ঞাপনের ব্যাপারে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর এক সূত্র বলছেন, মাওবাদীদের মূলস্রোতে ফেরার আবেদন আগেও বহুবার জানানো হয়েছে। তবে এই ভাবে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আবেদন জানানো হয়নি। সে দিক থেকে দেখলে সরকারের এই প্রয়াস অভিনব। সূত্রটির দাবি, আন্তরিকও বটে। |